সমরাস্ত্র প্রদর্শনী উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৪ মার্চ ২০২৪, ১৪:২৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সংগৃহীত
রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় প্যারেড স্কয়ারে সশস্ত্রবাহিনীর সমরাস্ত্র প্রদর্শনীর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ রবিবার (২৪ মার্চ) দুপুর পৌনে বারোটায় আনুষ্ঠানিকভাবে প্রদর্শনীর উদ্বোধন করা হয়। শুরুতে দেশাত্মবোধক গান ও সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশের উন্নয়ন অগ্রযাত্রা তুলে ধরা হয়। পাশাপাশি মুক্তমঞ্চের উত্তর দিকে একের পর এক ছত্রী সেনারা বিমান থেকে অবতরণ করে।
মনোমুগ্ধকর অনুষ্ঠান উপভোগের পর সংশ্লিষ্টদের সাথে ফটোসেশনেও অংশ নেন সরকার প্রধান। এরপর অস্থায়ী বুথে সেনা, নৌ ও বিমানবাহিনীর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে আলাদাভাবে ধারণা দেয়া হয়। প্রধানমন্ত্রী এসব ঘুরে দেখে সন্তোষ প্রকাশ করেন।