Logo
×

Follow Us

বাংলাদেশ

সমরাস্ত্র প্রদর্শনী উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ মার্চ ২০২৪, ১৪:২৩

সমরাস্ত্র প্রদর্শনী উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সংগৃহীত

রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় প্যারেড স্কয়ারে সশস্ত্রবাহিনীর সমরাস্ত্র প্রদর্শনীর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  

আজ রবিবার (২৪ মার্চ) দুপুর পৌনে বারোটায় আনুষ্ঠানিকভাবে প্রদর্শনীর উদ্বোধন করা হয়। শুরুতে দেশাত্মবোধক গান ও সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশের উন্নয়ন অগ্রযাত্রা তুলে ধরা হয়। পাশাপাশি মুক্তমঞ্চের উত্তর দিকে একের পর এক ছত্রী সেনারা বিমান থেকে অবতরণ করে। 

মনোমুগ্ধকর অনুষ্ঠান উপভোগের পর সংশ্লিষ্টদের সাথে ফটোসেশনেও অংশ নেন সরকার প্রধান। এরপর অস্থায়ী বুথে সেনা, নৌ ও বিমানবাহিনীর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে আলাদাভাবে ধারণা দেয়া হয়। প্রধানমন্ত্রী এসব ঘুরে দেখে সন্তোষ প্রকাশ করেন। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫