নিয়োগে প্রতারণার দায়ে দুই কনস্টেবলকে সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১ মে ২০২৪, ১৯:১৯

পুলিশ হেডকোয়ার্টার্স। ফাইল ছবি
নিয়োগ সংক্রান্ত প্রতারণায় জড়িত থাকার অভিযোগে দুইজন কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
আজ শনিবার (১১ মে) পুলিশ সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
অভিযুক্তরা হলেন- মাদারীপুর জেলায় কর্মরত কনস্টেবল শহিদুল ইসলাম ও নারী কনস্টেবল তানজিলা আক্তার।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২২ সালের ডিসেম্বরে রতন দাস নামের একজনকে পুলিশ কনস্টেবল পদে চাকরি দেয়ার কথা বলে অর্থ আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। ওই ব্যক্তি মাদারীপুর জেলায় কর্মরত দুই কনস্টেবল শহিদুল ইসলাম ও নারী কনস্টেবল তানজিলা আক্তারের বিরুদ্ধে অভিযোগ করেন।
পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) ইনামুল হক সাগর বলেন, অভিযোগের বিষয়ে প্রাথমিক অনুসন্ধানে সত্যতা পাওয়ায় কনস্টেবল শহিদুল ইসলাম ও নারী কনস্টেবল তানজিলা আক্তারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।