জাফর ইকবালের বই বিক্রি না করার ঘোষণা

চলমান কোটা সংস্কার আন্দোলন নিয়ে দেশের জনপ্রিয় লেখক ও শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবালের ফেসবুকে দেওয়া বক্তব্যের প্রেক্ষিতে তার বই বিক্রি না করার ঘোষণা দিয়েছে বুকস অব বেঙ্গল। গতকাল মঙ্গলবার (১৬ জুলাই) বুকস অব বেঙ্গলের ফেসবুকে পেজে এক পোস্টে বিষয়টি জানানো হয়।

বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গে বই কেনার প্ল্যাটফর্ম বুকস অব বেঙ্গল। সোশ্যাল মিডিয়ায় প্রায় ৭৭ হাজার অনুসারী রয়েছে তাদের। 

ফেসবুকে দেওয়া পোস্টে বুকস অব বেঙ্গল জানায়, অনেকের মতো আমরাও একটা সময় মুহম্মদ জাফর ইকবালের লেখা পড়ে বড় হয়েছি। অনেকের মতো আমাদের মধ্যে মুক্তিযুদ্ধের প্রতি আগ্রহ তৈরি করেছিলেন তিনি। কিন্তু আজ কোটা আন্দোলন নিয়ে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে উনি যে ধরনের বক্তব্য প্রদান করেছেন সেটা কোনোভাবেই আমাদের কাছে গ্রহণযোগ্য নয়।

তারা আরও লেখেন, আমরা এ বক্তব্যের ধিক্কার জানাই। আমাদের প্রতিবাদ হিসাবে আজকের পর থেকে মুহম্মদ জাফর ইকবালের কোনো বই বুকস অব বেঙ্গল বাংলাদেশ বিক্রি করবে না।

এর আগে মুহম্মদ জাফর ইকবালের লেখা দুই পাতার একটি চিঠির একাংশ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এতে তিনি লিখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় আমার বিশ্ববিদ্যালয়, আমার প্রিয় বিশ্ববিদ্যালয়। তবে আমি মনে হয়, আর কোনোদিন এই বিশ্ববিদ্যালয়ে যেতে চাইব না। ছাত্রছাত্রীদের দেখলেই মনে হবে, এরাই হয়তো সেই ‘রাজাকার’। আর যে কয়দিন বেঁচে আছি, আমি কোনো রাজাকারের মুখ দেখতে চাই না। একটাই তো জীবন, সেই জীবনে আবার কেন নতুন করে রাজাকারদের দেখতে হবে?

জাফর ইকবাল গণমাধ্যমকে বলেন, কোটা সংস্কার করতে হবে, এই বিষয়টাকে আমি সমর্থন করি। তবে আন্দোলনের নামে মুক্তিযুদ্ধকে অসম্মান করার ব্যাপারটি কোনোভাবেই সমর্থন করি না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ‘রাজাকার’ স্লোগানে ভীষণ মর্মাহত হয়ে এই বক্তব্য দেন মুহম্মদ জাফর ইকবাল।

এদিকে দেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন বই বিক্রির ওয়েবসাইট রকমারি ডট-এ মুহাম্মদ জাফর ইকবালের সব বইয়ে নট অ্যাভেইলএবলে লেখা দেখাচ্ছে। তবে এই বিষয়ে কারো কোনো মন্তব্য পাওয়া যায়নি।

উল্রেখ্য, গত এক সপ্তাহের বেশি সময় ধরে দেশে দেশে কোটা বাতিলের দাবিতে আন্দোলন করছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা। গতকাল আন্দোলনে ছাত্রলীগ ও পুলিশের সঙ্গে সংঘর্ষে ৬ শিক্ষার্থী নিহত হয়েছেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh