শিক্ষার্থীদের সঙ্গে সরকারের বৈঠক বিকেলে হতে পারে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৮ জুলাই ২০২৪, ১৪:৪০

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত
সরকারি চাকুরিতে কোটা সংষ্কারের দাবিতে চলমানআন্দোলন নিয়ে কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আইনমন্ত্রী আনিসুল হক কথা বলবেন। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বিষয়টি জানিয়েছেন।
তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, কিছুক্ষণের মধ্যেই মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মাননীয় আইন মন্ত্রী মহোদয় সংবাদ মাধ্যমে আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে আলোচনার জন্য এবং গুরুত্বপূর্ণ বিষয়ে ঘোষণা প্রদান করবেন।
এদিকে আইনমন্ত্রী দুপুরে একটি গণমাধ্যমকে জানিয়েছেন, আন্দোলনরত শিক্ষার্থীরা যখনই আলোচনায় বসতে রাজি হবেন তখন এ আলোচনা হবে। তিনি জানান, তাকে এবং শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীকে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। আজ বিকেলেই বৈঠকটি হতে পারে বলে জানান তিনি।
এদিকে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে গত মঙ্গলবার দেশের বিভিন্ন জায়গায় সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। এ ব্যাপারে হাইকোর্টের বিচারপতি খন্দকার দিলীরুজ্জামানকে দিয়ে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী।
অন্যদিকে কোটা নিয়ে আপিল বিভাগে ৭ আগস্টের শুনানির দিন নির্ধারিত আছে। শুনানির সময় এগিয়ে আনার জন্য আগামী রবিবার আদালতে সরকার পক্ষ আবেদন করবেন বলে জানান আইনমন্ত্রী।
উল্লেখ্য, উল্লেখ্য, গত রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা প্রসঙ্গে কথা বলার সময় মন্তব্য করেন ‘মুক্তিযুদ্ধ নিয়ে এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধার নাতিপুতিরা কিছুই পাবে না, রাজাকারের নাতিপুতিরা সব পাবে?
প্রধানমন্ত্রীর এ মন্তব্যে ক্ষিপ্ত হন কোটা সংস্কার আন্দোলনকারীরা। তারা ধরে নিয়েছেন ‘রাজাকারের নাতিপুতি’ তাদেরকেই বলা হয়েছে। তাই প্রধানমন্ত্রীর মন্তব্য প্রত্যাহারের দাবিতে এবং কোটা সংস্কারের এক দফা দাবিতে রোববার মধ্যরাত থেকেই আন্দোলনে নামেন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সেই আন্দোলন এখনো চলছে। আজ বুধবারও ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।