বন্ধ করা যাচ্ছে না রেমিট্যান্সের বদলে স্বর্ণ আনা

গত ২০২৩-২৪ অর্থ বছরে শুধুমাত্র চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরেই ৩ হাজার ৩০০ কোটি টাকা মূল্যের সাড়ে তিন মেট্রিক টন ওজনের ২৭ হাজার ৫৪৬ পিস স্বর্ণের বার বৈধ করা হয়েছে। বাড়তি লাভের আশায় রেমিট্যান্সের ডলার না পাঠিয়ে স্বর্ণের বার নিয়ে আসছেন প্রবাসীরা। শুল্কহার দ্বিগুণ করেও মধ্যপ্রাচ্য থেকে রেমিট্যান্সের পরিবর্তে স্বর্ণের বার আনা বন্ধ করা যাচ্ছে না।

চট্টগ্রাম কাস্টমসের তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ অর্থ বছরে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর দিয়ে দেশে আসা মধ্যপ্রাচ্য প্রবাসীরা শুল্ক পরিশোধের মাধ্যমে ২৭ হাজার ৫৪৬ পিস স্বর্ণের বার বৈধ করেছেন। প্রতি পিস ১২ লাখ টাকা হিসাবে এই স্বর্ণের বারের বাজার মূল্য প্রায় ৩ হাজার ৩০৫ কোটি টাকা। সাড়ে তিন মেট্রিক টন ওজনের এই বারের মাধ্যমে শুল্ক আদায় হয়েছে মাত্র ১০৮ কোটি টাকা। ২০২২-২৩ অর্থ বছরে ব্যাগেজ রুলে প্রায় ৫৪ কেজি স্বর্ণালংকার বৈধ হলেও ২০২৩-২৪ অর্থ বছরে তা কমে সাড়ে ২৭ কেজিতে এসে দাঁড়িয়েছে। অপরদিকে ২০২২-২৩ অর্থ বছরে মাত্র দুই কেজি স্বর্ণালংকার আটক হলেও পরের বছর তা বেড়ে প্রায় ৩৪ কেজি হয়েছে।

চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তসলিম আহমেদ জানান, সদ্য বিদায়ী অর্থ বছরে সাড়ে ২৭ কেজি ওজনের ২৩৫ পিস অবৈধ স্বর্ণের বারের বিপরীতে কাস্টম শুল্ক পেয়েছে ১ কোটি ৭৭ লাখ টাকা। বিমানবন্দরে গোয়েন্দা নজরদারি বাড়ানোর কারণে স্বর্ণ চোরাচালান কমেছে বলেও দাবি বিমান বন্দর পরিচালকের।

কাস্টমস আইনের ব্যাগেজ রুল অনুযায়ী একজন প্রবাসী ৪০ হাজার ২০০ টাকা শুল্ক পরিশোধের মাধ্যমে এক পিস স্বর্ণের বার আনতে পারেন। অবশ্য ২০২২-২৩ অর্থ বছর পর্যন্ত প্রতি পিস বারের শুল্কহার ছিলো ২০ হাজার ১০০ টাকা। আর বার আনতে পারতো ২টি। এই সুযোগে ওই অর্থ বছরে ২০ মেট্রিক টন ওজনের ১ লাখ ৭২ পিস স্বর্ণের বার বৈধ করা হয়। শুল্কহার বাড়ানো হলেও বাড়তি লাভের আশায় প্রবাসীরা স্বর্ণের বার নিয়ে রেমিট্যান্সের পরিমাণ কমছে বলে অভিযোগ রয়েছে। বিদায়ী অর্থ বছরের ১১ মাসে এ অঞ্চলের ১১ জেলার প্রবাসী রেমিট্যান্স হিসাবে পাঠিয়েছেন ৬ দশমিক ৩৬ বিলিয়ন মার্কিন ডলার। দেশের বাজারে বর্তমানে প্রতি ভরি স্বর্ণালংকার ১ লাখ ১৮ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //