Logo
×

Follow Us

বাংলাদেশ

নাশকতা মামলায় র‌্যাবের হাতে সারাদেশে গ্রেপ্তার ৩০৪

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ জুলাই ২০২৪, ১৪:০১

নাশকতা মামলায় র‌্যাবের হাতে সারাদেশে গ্রেপ্তার ৩০৪

প্রতীকী ছবি।

কোটা সংস্কার আন্দোলনের নামে ঢাকাসহ সারাদেশে সরকারি স্থাপনায় ভাঙচুর, সহিংসতা ও নাশকতার ঘটনায় এখন পর্যন্ত ৩০৪ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এর মধ্যে ঢাকায় ৭৭ জন ও ঢাকার বাইরে ২২৭ জনকে গ্রেপ্তার করা হয়।

আজ রবিবার (২৮ জুলাই) সকালে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, সারাদেশে গত ২৪ ঘণ্টায় ১৪ জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে ঢাকায় ৬ জন এবং ঢাকার বাইরে ৮ জন রয়েছেন।

তিনি আরও বলেন, নাশকতা, সহিংসতা ও অগ্নিসংযোগের অভিযোগে করা মামলায় এখন পর্যন্ত সারাদেশে মোট ৩০৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ঢাকায় ৭৭ জন ও ঢাকার বাইরে ২২৭ জনকে গ্রেপ্তার করা হয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫