নাশকতা মামলায় র‌্যাবের হাতে সারাদেশে গ্রেপ্তার ৩০৪

কোটা সংস্কার আন্দোলনের নামে ঢাকাসহ সারাদেশে সরকারি স্থাপনায় ভাঙচুর, সহিংসতা ও নাশকতার ঘটনায় এখন পর্যন্ত ৩০৪ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এর মধ্যে ঢাকায় ৭৭ জন ও ঢাকার বাইরে ২২৭ জনকে গ্রেপ্তার করা হয়।

আজ রবিবার (২৮ জুলাই) সকালে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, সারাদেশে গত ২৪ ঘণ্টায় ১৪ জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে ঢাকায় ৬ জন এবং ঢাকার বাইরে ৮ জন রয়েছেন।

তিনি আরও বলেন, নাশকতা, সহিংসতা ও অগ্নিসংযোগের অভিযোগে করা মামলায় এখন পর্যন্ত সারাদেশে মোট ৩০৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ঢাকায় ৭৭ জন ও ঢাকার বাইরে ২২৭ জনকে গ্রেপ্তার করা হয়।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //