বিভিন্ন স্থানে সংঘর্ষ, সারাদেশে নিহত ৩২

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা কর্মসূচির সমর্থনে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে রাস্তায় নেমেছেন আন্দোলনকারীরা। আর নিজেদের অবস্থান কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন। এ কর্মসূচিতে এখন পর্যন্ত (বিকেল ৪ টা পর্যন্ত) ফেণীতে ৫ জন, সিরাজগঞ্জে ৪ জন, মুন্সিগঞ্জে ৩ জন, বগুড়ায় ৩ জন, মাগুরায় ৩ জন, ভোলায় ৩ জন, রংপুরে ৩ জন, পাবনায় ২ জন, সিলেটে ২, কুমিল্লায় ১ জন, জয়পুরহাটে ১ জন, রাজধানী ঢাকায় ১ জন ও বরিশালে ১ জনসহ ৩২ জন নিহত হয়েছেন। 

সাভারে ১ জন নিহত

ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আহমেদুল হক তিতাস বলেন, 'দুপুর ১টা ২০ মিনিটের দিকে কয়েকজন স্থানীয় ব্যক্তি গুলিবিদ্ধ একজনকে আমাদের এখানে নিয়ে আসেন। তারা হাসপাতালে লাশটি রেখে চলে যান। আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি।'

নিহত যুবকের বয়স আনুমানিক ৩ বছর বলে জানান তিনি। নিহতের পিঠে গুলির চিহ্ন পাওয়া গেছে বলে জানান আহমেদুল ইসলাম। মৃতের নাম-পরিচয় কিছু জানা যায়নি।

মাগুরার ২জন নিহত

মাগুরার ঢাকা রোড এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ১৫ জন। আজ রবিবার (৪ আগস্ট) বেলা ১১টার দিকে সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আন্দোলন শুরু হয়। এ সময় বিএনপির নেতাকর্মীরা আন্দোলনে অংশ নেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বেলা ১১টার পর ঢাকা রোড এলাকায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়। সংঘর্ষে জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মেহেদী হাসান রাব্বি ‍গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এছাড়া ৩ পুলিশসহ ১৫ জন আহত হয়েছেন। আহতদের মাগুরা সদর হাসপাতালসহ অন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

সিরাজগঞ্জে ৩ জন নিহত 

সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনকারীর সঙ্গে আওয়ামী লীগের ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সংঘর্ষে নিহত হয়েছেন অন্তত দু’জন। এই ঘটনায় শতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ রবিবার (৪ আগস্ট) সকাল থেকে শুরু হওয়া সংঘর্ষ চলছে এখনও।

রংপুরে ২ জন নিহত 

রংপুরে বৈষম্যবিরোধী আন্দোলনকারীর সঙ্গে আওয়ামী লীগের ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় গুলিবিদ্ধ হয়ে অন্তত দু’জন নিহত হয়েছেন।

আজ রোববার থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচি চলছে। সরকার পতনের এক দফা দাবিতে আন্দোলন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

পাবনায় সংঘর্ষে ৩ জন নিহত

পাবনায় আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগের একাংশের সংঘর্ষে তিন জন নিহত এবং ২০ জন গুলিবিদ্ধ হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, এডওয়ার্ড কলেজে থেকে একটি মিছিল নিয়ে আন্দোলনকারীরা মধ্য শহরের ট্রাফিক মোড়ে এস সমবেত হয়ে বিক্ষোভ করতে থাকেন। অপর দিকে আওয়ামী লীগেরও পূর্বনির্ধারিত সমাবেশ চলছিল। এ সময় হঠাৎ করেই উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

বগুড়ায় আন্দোলনকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষ; নিহত ২

বগুড়ার দুপচাঁচিয়ায় বৈষম্যবিরোধী কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে পুলিশের সংঘর্ষে দুইজন মারা গেছেন। নিহত একজনের নাম মুনিরুল ইসলাম (৩৪)। তার বাড়ি কাহালু উপজেলার বীরকেদার এলাকায়। মনিরুল মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। অন্যজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এছাড়াও সংঘর্ষের মধ্যে গুলিবিদ্ধ হয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ৯ জন ভর্তি রয়েছেন। 

মুন্সিগঞ্জে আন্দোলনে ত্রিমুখী সংঘর্ষ: নিহত দুই

মুন্সিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্বনির্ধারিত কর্মসূচিতে আন্দোলনকারীদের সাথে পুলিশ, আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এ সময় কাজে যাওয়ার পথে দুইজন নির্মাণ শ্রমিক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে। তাদের বয়স ২২ থেকে ২৫ বছরের মধ্যে। আর সংঘর্ষে ৭ জন গুলিবিদ্ধসহ অন্তত ৩০ জন আহত হয়েছে।

গুলিবিদ্ধ হয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক আবু হেনা মোহাম্মদ জামাল। তিনি জানান, গুলিবিদ্ধ অবস্থায় তাদের হাসপাতালে নিয়ে আসা হয়। পর্যবেক্ষণ করে তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh