বৈষম্যবিরোধী আন্দোলনে সরকার পতনের পর বৈষম্যহীন রাষ্ট্র গড়ে তুলতে আগামীর চ্যালেঞ্জ কীভাবে মোকাবিলা করবে অন্তর্বর্তী সরকার তা উঠে এসেছে নাগরিক ভাবনায়।
আজ বুধবার (১৪ আগস্ট) সকালে রাজধানীর একটি হোটেলে ‘অন্তর্বর্তীকালীন সরকারের চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক সংলাপের আয়োজন করে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।
মূল প্রবন্ধে সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ক্রমবর্ধমান খেলাপি ঋণ, ব্যাংকিং খাতে তারল্য সংকট, রপ্তানি আয়ে ধীরগতি, রেমিট্যান্স প্রবাহে মন্থরতা, ব্যক্তিখাতের বিনিয়োগে স্থবিরতার মতো সমস্যাগুলোর দ্রুত অবসান করতে হবে।
সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, অন্তর্বর্তী সরকার সবকিছু ঠিকঠাক করতে পারবে না। অর্থ লুটপাটের বিচার করার পাশাপাশি প্রশাসনিক সংস্কারকে শক্তপোক্ত করতে রাজনৈতিক সমঝোতা দরকার বলে মনে করেন তিনি।
বিডি জবসের সহপ্রতিষ্ঠাতা ফাহিম মাশরুর বলেন, বৈষম্যহীন রাষ্ট্র গড়ে তুলতে প্রয়োজনে সরকারি চাকরিজীবীদের বেতন কমিয়ে দিতে হবে। তাতে আয় বৈষম্য দূর হবে।
বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হওয়ার পাশাপাশি শেখ রাসেল ডিজিটাল ল্যাব গড়ে তোলার নামে যে পরিমাণ আর্থিক দুর্নীতি করা হয়েছে তা খুঁজে বের করার দাবি জানান তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী।
অনুষ্ঠানে বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক নুসরাত তাবাসসুম বলেন, দেশের গোয়েন্দা বিভাগ খুবই দুর্নীতিগ্রস্ত, রাষ্ট্রীয় গুম-খুনের বিচার করতে হবে। আইন শৃঙ্খলার পুনর্বিন্যাস-পুনর্গঠন করে তারপর অর্থনৈতিক ভাবমূর্তি ফেরানোর দিকে নজর দেয়ার পরামর্শ দেন তিনি।
এছাড়াও সংলাপে অংশ নেন সাবেক অর্থসচিব মুসলিম চৌধুরী ও স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh