Logo
×

Follow Us

বাংলাদেশ

বিটিভির মহাপরিচালক ড. জাহাংগীর আলমকে ওএসডি

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৪, ২২:২০

বিটিভির মহাপরিচালক ড. জাহাংগীর আলমকে ওএসডি

ড. মো. জাহাংগীর আলম। ছবি- সংগৃহীত

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক (ডিজি) ড. মো. জাহাংগীর আলমকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

আজ রবিবার (১৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর আগে, ২০২৩ সালের ৫ জুন তৎকালীন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব থাকা মো. জাহাংগীর আলমকে বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক করে আওয়ামী লীগ সরকার। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ১১তম ব্যাচের কর্মকর্তা।

উল্লেখ্য, ড. জাহাংগীর আলম এ বছর সাহিত্যে বাংলা একাডেমী পুরস্কার পেয়েছেন। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলো হলো, আদম সুরত, মাটির প্রদীপ ছিল সে কহিল, মাননীয় মন্ত্রীর জন্য মানপত্র, উদ্বাস্তু, জাল থেকে জালে, বিলডাকিনি ইত্যাদি।

 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫