বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক (ডিজি) ড. মো. জাহাংগীর আলমকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
আজ রবিবার (১৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এর আগে, ২০২৩ সালের ৫ জুন তৎকালীন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব থাকা মো. জাহাংগীর আলমকে বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক করে আওয়ামী লীগ সরকার। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ১১তম ব্যাচের কর্মকর্তা।
উল্লেখ্য, ড. জাহাংগীর আলম এ বছর সাহিত্যে বাংলা একাডেমী পুরস্কার পেয়েছেন। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলো হলো, আদম সুরত, মাটির প্রদীপ ছিল সে কহিল, মাননীয় মন্ত্রীর জন্য মানপত্র, উদ্বাস্তু, জাল থেকে জালে, বিলডাকিনি ইত্যাদি।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh