দেশের পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতিতে প্রায় দশ লক্ষ পরিবার পানি বন্দি হয়ে পড়েছে। এইসব পরিবারের ঘরবাড়ি ডুবে গেছে, বন্যার পানিতে ভেসে গেছে গৃহপালিত প্রাণী। অনেকে বন্দি হয়ে পড়েছেন নিজ বসতভিটা। প্রবল স্রোতে তাদের উদ্ধারে নেয়া যাচ্ছে না কার্যকর পদক্ষেপ। তবে যতটা সম্ভব চেষ্টা করে যাচ্ছে উদ্ধার কার্যে নিয়োজিতরা।
আজ রবিবার (২৫ আগস্ট) ফেনীর পরশুরামে বন্যার পানিতে ডুবে যাওয়া নাজমুল নামে দেড় বছর বয়সি এক মুমূর্ষু শিশুকে উদ্ধার করে হেলিকপ্টারে করে ঢাকায় এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ রবিবার (২৫ আগস্ট) সকালে বিজিবির সদর দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিশুটি এখন আশঙ্কামুক্ত।
বিজিবির সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শনিবার (২৪ আগস্ট) সন্ধ্যায় পরশুরাম পাইলট উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে বন্যাদুর্গত অসহায় বানভাসি মানুষের কাছে ত্রাণসামগ্রী পৌঁছে দেয়ার জন্য বিজিবি হেলিমিশন পরিচালিত হয়। এ সময় বিজিবির এয়ার উইংয়ের উপ-মহাপরিচালক কর্নেল মো. মঈনুল ইসলামের কাছে খবর আসে পার্শ্ববর্তী অন্তপুর গ্রামের প্রবাসী কাজী নুরুল আমিনের দেড় বছর বয়সি শিশু নাজমুল বন্যার পানিতে তলিয়ে গেছে। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়। এ পরিস্থিতিতে বিজিবি কর্মকর্তা তাৎক্ষণিকভাবে তার পরিবারের লোকজনসহ হেলিকপ্টারে করে তাকে ঢাকার তেজগাঁও পুরাতন বিমানবন্দরে নিয়ে আসে।
পরে সেখান থেকে বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাম্বুলেন্সে করে শিশুটিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেয়া হয়। বর্তমানে শিশুটির অবস্থা আশঙ্কামুক্ত।
এতে আরও বলা হয়, বিজিবি দুটি হেলিকপ্টারে করে বাংলাদেশ সেনাবাহিনীর ২ হাজার কেজি ত্রাণসামগ্রী ফেনীর পরশুরাম পাইলট উচ্চ বিদ্যালয়, ফুলগাজী পাইলট উচ্চ বিদ্যালয় এবং কুমিল্লার চৌদ্দগ্রামের হিঙ্গুলা হাসানিয়া উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে পৌঁছে দেয়।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : হেলিকপ্টার বন্যা ফেনী ডুবে যাওয়া শিশু
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh