পৃথিবীতে যুগে যুগে রাজনীতিবিদদের ভ্রষ্টাচার, স্বৈরশাসন এবং অন্যায় কাজের বিরুদ্ধে কার্টুনিস্টরা তাদের পেন্সিল, কলম ও তুলিকে হাতিয়ার করেছেন। বিশ্বের বিভিন্ন দেশে যুদ্ধ ও সহিংসতার বিরুদ্ধেও কার্টুনিস্টরা তাদের কার্টুনের মাধ্যমে মানবতার পক্ষে কথা বলেছেন। পরিবেশ দূষণ, জলবায়ু পরিবর্তন এবং প্রাকৃতিক সম্পদের অপচয়ের বিরুদ্ধেও তারা সোচ্চার।
রাজধানীর ধানমন্ডি-৩২ নম্বর গোল চত্বরের পুবদিকে দৃক ভবনের গেট দিয়ে ঢোকার পরই দেখা গেল লম্বা লাইন, যে লাইন গিয়ে শেষ হয়েছে লিফটের সামনে। সবার গন্তব্য এই ভবনের ৮ তলায়। যারা এসেছেন তাদের মধ্যে তরুণ শিক্ষার্থী যেমন আছেন, তেমনি অপেক্ষাকৃত বয়স্ক মানুষও। নারী-পুরুষ নির্বিশেষে। লিফটে ওঠার লাইনে দাঁড়িয়ে তাদের পারস্পরিক আলাপচারিতায় মনে হলো তারা বেশ রাজনীতি সচেতন এবং সাম্প্রতিক গণ-অভ্যুত্থানের পূর্বাপর বিষয়ে তাদের প্রত্যেকেরই আলাদা ভাবনা রয়েছে।
অনেকটা সময় অপেক্ষার পরে ঠাসাঠাসি করে লিফটে ওঠার সুযোগ হয়। লিফট থেকে নামার পরে যে দৃশ্য দেখা গেল তা অভূতপূর্ব। কেননা কোনো একটি শিল্পকর্মের প্রদর্শনী দেখতে একসঙ্গে এত মানুষের জড়ো হওয়ার ঘটনা বিরল। মাঝারি আকারের গ্যালারিতে বলা যায় পা ফেলার উপায় নেই।
‘কার্টুনে বিদ্রোহ’। এই হচ্ছে প্রদর্শনীর থিম বা উপজীব্য। বাংলাদেশ কার্টুনিস্ট অ্যাসোসিয়েশন, দৃক ও ইয়ার্কির সহযোগিতায় আয়োজন করা হয় এই ব্যতিক্রমী প্রদর্শনীর। তবে এগুলো সংবাদপত্রে প্রকাশিত বা সচরাচর দেখা কার্টুন নয়। প্রতিটি কার্টুন রাজনৈতিক এবং সাম্প্রতিক আন্দোলন তথা গণ-অভ্যুত্থানের নানা বিষয় নিয়ে শিল্পীরা এসব কার্টুন এঁকেছেন, যার বিরাট অংশজুড়ে আছে গণ-অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানাবিধ ব্যঙ্গচিত্র।
গ্যালারিতে ঢুকলেই চোখে পড়বে বেশ বড় আকারে বানানো শেখ হাসিনার একাধিক ব্যঙ্গ কার্টুন। প্রতিটি দেয়ালে শেখ হাসিনা এবং তার দলের আরও অনেক নেতার ব্যঙ্গচিত্র। এসব কার্টুনের অনেকগুলো সাম্প্রতিক আন্দোলন চলাকালীন গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায়ও ভাইরাল হয়েছে।
বস্তুত সরকারি চাকরিতে যে কোটা সংস্কার আন্দোলনটি একপর্যায়ে সরকার পতনের এক দফা দাবিতে পরিণত হলো, সেই ছাত্র-জনতার অভ্যুত্থানে সামাজিক মাধ্যমে সক্রিয় ছিলেন কার্টুনিস্টরা। প্রতিবাদের ভাষা হিসেবে তারা ব্যবহার করেছেন ব্যঙ্গাত্মক কার্টুন। তবে এই প্রদর্শনীতে স্থান পাওয়া সবগুলো শিল্পকর্মকে ঠিক কার্টুন বলা যায় না।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh