কানাডায় বাংলাদেশ হাইকমিশনে কাউন্সেলর হিসেবে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ পেয়েছিলেন একাত্তর টেলিভিশনের আলোচিত সমালোচিত টকশো উপস্থাপিকা ও সাংবাদিক মোবাশ্বিরা ফারাজানা মিথিলা। তার চুক্তি বাতিল করে আগামী ৩১ আগস্টের মধ্যে দেশে ফেরার নির্দেশ দেয় অন্তর্বর্তী সরকার।
কিন্তু গত ১৪ আগস্ট চুক্তি বাতিলের চিঠি পাওয়ার আগে থেকেই গা ঢাকা দিয়েছেন তিনি। চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত মোবাশ্বিরা ফারাজানা মিথিলা মিশনে আর যোগাযোগ করেননি বলে কানাডায় বাংলাদেশ হাইকমিশন থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছে।
ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে। ওই রাতেই ফারজানা মিথিলা কূটনৈতিক পাসপোর্ট বাতিলের আবেদন করেন। এছাড়া তার নিজের পাশাপাশি তার স্বামী ও ছেলের কূটনৈতিক পাসপোর্ট বাতিলের জন্য আবেদন করেন বলে গণমাধ্যম সূত্রে জানা গেছে।
এ–সংক্রান্ত নথিতে দেখে গেছে, পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের অনুমোদনের জন্য মোবাশ্বিরা ফারজানা মিথিলা, তার স্বামী জ্যোতি জয়েনউদ্দীন ও ছেলে অন্তর জিষ্ণুর অনুকূলে থাকা পাসপোর্ট বাতিলের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (প্রশাসন অনুবিভাগ) ডি এম সালাউদ্দিন আহমেদ ফাইলটি উত্থাপন করেন।
ফাইলে পররাষ্ট্রসচিবের অনুমোদন পাওয়ার পর কূটনৈতিক পাসপোর্ট তিনটি বাতিলের বিষয়ে ব্যবস্থা নিতে তিনি কনস্যুলার অনুবিভাগকে পরামর্শ দেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বেশ কয়েকজন কর্মকর্তা গণমাধ্যমকে জানান, সাধারণত এ ধরনের ফাইল সহকারী সচিব কিংবা জ্যেষ্ঠ সহকারী সচিব উত্থাপন করে থাকেন। অত্যন্ত গোপনীয়তার সঙ্গে বিষয়টি করার ক্ষেত্রে এখানে নিয়মের ব্যত্যয় ঘটানো হয়েছে।
তবে ওই তিন কূটনৈতিক পাসপোর্ট বাতিলের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্ত নিলেও পাসপোর্ট অধিদপ্তর তা করেছে কি না, সেটি নিশ্চিত হওয়া যায়নি।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : প্রবাস কানাডা অন্তর্বর্তীকালীন সরকার মিথিলা
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh