৪০০ মিলিয়ন ডলার বাজেট সহায়তা দেবে এডিবি

চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ৪০০ মিলিয়ন ডলার বাজেট সহায়তা দেবে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

আজ রবিবার (৮ই সেপ্টেম্বর) সচিবালয়ে জাইকা, এডিবির প্রতিনিধি এবং অস্ট্রেলিয়ান হাইকমিশনার নারদিয়া সিম্পসনের সঙ্গে তিনটি আলাদা বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশকে সহযোগিতা করবে জাইকা। এ ছাড়া জাইকার অর্থায়নে চলমান প্রকল্পগুলো স্বাভাবিকভাবে চলবে।

এ বিষয়ে উপদেষ্টা বলেন, বাংলাদেশ থেকে আমদানি বাড়াতে অস্ট্রেলিয়াকে অনুরোধ করা হয়েছে। আঞ্চলিক বাণিজ্য বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে দেশটির সাথে।

ডিসেম্বরের মধ্যে এডিবি ৪০০ মিলিয়ন ডলার বাজেট সহায়তা দেবে জানিয়ে উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে চাওয়া হয়েছে আরও তিন বিলিয়ন ডলার।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh