নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪৬ পিএম
আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪৬ পিএম
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর ক্রীড়াঙ্গনে সংস্কারের কাজ চালিয়ে যাচ্ছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তারই অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) গুলিস্তানের বঙ্গবন্ধু স্টেডিয়াম পরিদর্শনে যান তিনি।
মূলত স্টেডিয়ামের দোকানগুলোর প্রকৃত চিত্র দেখতেই হঠাৎ পরিদর্শনে যান আসিফ। এসময় বঙ্গবন্ধু স্টেডিয়ামের বেশ কয়েকটি দোকান ঘুরে দেখেন তিনি। সরেজমিনে সেখানকার চিত্র দেখে হতাশ প্রকাশ করে তার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনটি ছবি পোস্ট করে একটি স্ট্যাটাস দেন তিনি।
নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে ফেসবুকে লিখেন, ‘মনে হচ্ছে আমাকে এনে কেউ দুর্নীতির মহাসাগরে ছেড়ে দিয়েছে। আজ এনএসসির অধীনে বঙ্গবন্ধু স্টেডিয়ামের দোকান পরিদর্শনে গিয়েছিলাম। ২০-২২ টাকা প্রতি বর্গফুট হিসেবে এনএসসির কাছে ভাড়া গেলেও সরেজমিনে গিয়ে জানতে পারলাম দোকানগুলো ১৭০-২২০ টাকা প্রতি বর্গফুট করে ভাড়া দিচ্ছে।’
তিনি আরো লিখেন, ‘বিশাল অঙ্কের আর্থিক ক্ষতির শিকার হচ্ছে সরকার। অর্থাভাবে ফেডারেশন চলছে না, টুর্নামেন্ট হয় না, মাঠের সংস্কার হয় না। অথচ বছরের পর বছর এভাবেই হাজার হাজার কোটি টাকা চুরি গেছে।’
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh