বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের তৃতীয় ইউনিটে উৎপাদন শুরু

ছয় দিন বন্ধ থাকার পর বড়পুুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিটে উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে এই ইউনিট থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ২০০-২১০ মেগাওয়াট বিদ্যুৎ। আর কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ২৬০ থেকে ২৮০ মেগাওয়াট বিদ্যুৎ।

গতকাল রবিবার (১৫ সেপ্টেম্বর) দুপুর থেকে ২৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন ৩ নম্বর ইউনিটটি চালু করা হয় বলে জানিয়েছেন ৩ নম্বর ইউনিটের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক উৎপল কুমার সাহা।

বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের ইলেক্ট্র-হাইড্রোলিক ওয়েল পাম্পের ত্রুটির কারণে গত ৯ সেপ্টেম্বর সন্ধ্যা থেকে তৃতীয় ইউনিটটি বন্ধ হয়ে যায়। এর আগে গত ৭ সেপ্টেম্বর ১২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন ১ নম্বর ইউনিটটি যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে যায়।

এ ছাড়া এই কেন্দ্রের ১২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন ২ নম্বর ইউনিটটি ওভারহোল্ডিং কাজের জন্য গত ২০২০ সালের নভেম্বর মাস থেকেই বন্ধ রয়েছে। ফলে ৯ সেপ্টেম্বর থেকেই এই কেন্দ্রের উৎপাদন সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়।

সেদিন থেকে এই বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় এখান থেকে কোনো বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছিল না। এতে করে লোডশেডিংয়ের মাত্রা বেড়ে যায় পুরো দেশে। 

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রটিতে ৩টি ইউনিট রয়েছে। এর মধ্যে ১ নম্বর ও ২ নম্বর ইউনিট দুটি ১২৫ করে ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন। আর ৩ নম্বর ইউনিটটি ২৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন। ৩টি ইউনিট মিলে এই কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা ৫২৫ মেগাওয়াট।

৫২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক বলেন, রোববার দুপুর ২টার দিকে তৃতীয় ইউনিটে বিদ্যুৎ উৎপাদন পুনরায় শুরু হয়েছে। বিদ্যুৎকেন্দ্রটি বর্তমানে ২২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করছে। এতে করে লোডশেডিংয়ের মাত্রা অনেকটাই কমে আসবে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh