Logo
×

Follow Us

বাংলাদেশ

সাবেক এমপি আসাদুজ্জামান বারিধারা থেকে গ্রেপ্তার

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৪, ১৭:১৩

সাবেক এমপি আসাদুজ্জামান বারিধারা থেকে গ্রেপ্তার

সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ। ফাইল ছবি

গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে ছাত্র-জনতার উপর হামলা ও আক্রমণের ঘটনায় দায়েরকৃত মামলায় রাজশাহী-৩ আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদকে গ্রেপ্তার করেছে র‍্যাব। 

আজ রবিবার (৬ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর বারিধারা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  

জানা গেছে, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে ছিলেন এই সংসদ সদস্য। তিনি রাজশাহী জেলা আওয়ামী লীগের ২ মেয়াদের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। 

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস জানান, গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার ওপর হামলা ও আক্রমণের ঘটনায় দায়েরকৃত মামলায় রাজশাহী-৩ আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার আসামিকে রাজশাহীর বোয়ালিয়া থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছেও বলেও জানান লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস।

রাতের মধ্যেই তাকে রাজশাহীতে আনা হবে। এরপর পুলিশ তাকে নির্দিষ্ট মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ড চাইবেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫