নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৪, ০৩:০৯ পিএম
আপডেট: ০৯ অক্টোবর ২০২৪, ০৩:২৩ পিএম
সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক।
আজ বুধবার (৯ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব নিলুফা ইয়াসমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বাংলাদেশ সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন অধ্যাপক ড. মোবাশ্বের মোনেমকে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ প্রদান করেছেন।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, সংবিধানের ১৩৯(১) অনুচ্ছেদ অনুসারে তিনি দায়িত্বভার গ্রহণের তারিখ হতে পাঁচ বছর বা তার ৬৫ বছর পূর্ণ হওয়া (এর মধ্যে যেটি আগে ঘটে) পর্যন্ত পিএসসির সভাপতি পদে বহাল থাকবেন।
এর আগে গত মঙ্গলবার (৮ অক্টোবর) পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনসহ ১২ জন সদস্য পদত্যাগ করেন।
এদিকে পৃথক প্রজ্ঞাপনে চারজনকে পিএসসির সদস্য করা হয়েছে। তাঁরা হলেন– ড. নুরুল কাদির, ড. আমিনুল ইসলাম, ড. নাজমুল আমিন মজুমদার ও মো. সুজায়েত উল্লাহ। সদস্যরাও পাঁচ বছরের জন্য দায়িত্ব পালন করবেন।
প্রসঙ্গত, ড. মোবাশ্বের মোনেম ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh