নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৪, ০৮:২৩ এএম
আপডেট: ০৯ নভেম্বর ২০২৪, ০৮:২৭ এএম
এক নারী শিক্ষার্থীর সঙ্গে অশোভন আচরণ করায় বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক মেহেদী হাসান বাবুকে শোকজ (কারণ দর্শানোর নোটিশ) করা হয়েছে।
গতকাল শুক্রবার (৮ নভেম্বর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, মেহেদী হাসান বাবু, সহ-সমন্বয়ক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আপনার বিরুদ্ধে একজন নারী শিক্ষার্থীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ এসেছে, যা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নীতি ও আদর্শের পরিপন্থী।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে আপনাকে কেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, তা জানতে চেয়ে আপনাকে তিন কার্যদিবসের মধ্যে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে শোকজ জারি করা হলো।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh