নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪, ০৩:৪১ পিএম
আপডেট: ১০ নভেম্বর ২০২৪, ০৩:৪৮ পিএম
আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের সঙ্গে বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলনের খেলা হবে বলে ঘোষণা করেছেন সংগঠনটির আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।
আজ রবিবার (১০ নভেম্বর) দুপুরে রাজধানীর জিরো পয়েন্টে বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলনের গণ-জমায়েত কর্মসূচি চলাকালে এ ঘোষণা দেন তিনি। এদিন বেলা সাড়ে ১২টার দিকে ‘ফ্যাসিবাদ প্রতিরোধ মঞ্চ’ থেকে এ কর্মসূচি শুরু হয়।
মঞ্চে হাসনাত আবদুল্লাহ ছাড়াও উপস্থিত ছিলেন বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। এসময় আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান তোলেন বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ও সমর্থকরা।
মঞ্চ থেকে ঐক্যের ডাক দিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘ছাত্রলীগ, যুবলীগের সঙ্গে ম্যাচ খেলতে আমরা প্রস্তুত আছি। কিন্তু, নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখতে হবে। আমরা ম্যাচ খেলব শুধুমাত্র ছাত্রলীগের সঙ্গে, যুবলীগের সঙ্গে এবং আওয়ামী লীগের সঙ্গে।’
বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক বলেন, ছাত্রলীগকে উৎখাত করার জন্য সবার মাঠে নামার প্রয়োজন নাই। শুধু ঢাকা কলেজের ছাত্ররাই যথেষ্ট।
মঞ্চে কবিতা আবৃত্তি করেন বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম।
এছাড়া ছাত্র ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির আহ্বায়ক আরমানুল হক বলেন, বাংলাদেশের মূল সমস্যা রাষ্ট্রীয় কাঠামোতে এ কাঠামোয় যে ক্ষমতায় যায় সেই হয়ে ওঠে ফ্যাসিস্ট৷ এ রাষ্ট্রীয় কাঠামো পরিবর্তন করব।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : খেলা হবে ছাত্রলীগ-যুবলীগ আ.লীগ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গণজমায়েত কর্মসূচি হাসনাত আবদুল্লাহ সারজিস আলম ঢাকা কলেজ
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh