ইউনিক আইডি কার্ড পাচ্ছেন গণঅভ্যুত্থানে আহতরা

স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্বাহী দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডা. সায়েদুর রহমান জানিয়েছেন, জুলাই-আগস্টে গণ-অভ্যুত্থানে আহত যোদ্ধাদের ফ্রি চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রত্যেককে ইউনিক আইডি কার্ড দেওয়া হবে। তিনি আরও জানিয়েছেন যে, এ প্রক্রিয়া আগামী ডিসেম্বরের মধ্যে শেষ করা হবে।

আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অভ্যুত্থানে আহত ছাত্র-জনতার সঙ্গে ছয় উপদেষ্টার বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

এ সময় ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম, যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া উপস্থিত ছিলেন।

এদিকে, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ‘অভ্যুত্থানে আহতরা এখনও হাসপাতালের বিছানায় পড়ে আছেন। অথচ রাজনৈতিক দলগুলো নির্বাচন দেওয়ার কথা বলছেন।’ 

আহতদের পাশে কেবল সরকার নয়, রাজনৈতিক দলগুলোরও থাকার দায়িত্ব রয়েছে বলে জানান তিনি।  

এর আগে,গতকাল বুধবার অনুদানের টাকা ও সুচিকিৎসার দাবিতে রাজধানীর শেরেবাংলা নগরে বিক্ষোভ সমাবেশ করেন জুলাই আন্দোলনে আহতরা। পরে রাত আড়াইটায় স্বাস্থ্য-তথ্যসহ চার উপদেষ্টা সেখানে গিয়ে তাদের আশ্বস্ত করেন। 

এর আগে, আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইন্সটিটিউটে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠান শেষে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার সাংবাদিকদের বলেন, জুলাই-আগস্টে ফ্যাসিবাদ-বিরোধী আন্দোলনে আহত শিক্ষার্থীদের দাবি পূরণে সরকার বদ্ধপরিকর। সরকারের পক্ষ থেকে কিছু ভুলত্রুটি হয়েছে। সেই ক্ষোভেই চিকিৎসাধীন শিক্ষার্থীরা হাসপাতাল ছেড়ে সড়কে নেমে এসেছেন। তাদের দাবি যৌক্তিক।

গতকাল বুধবার দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত সড়ক অবরোধ করে রাখেন আহতরা। আহতদের চিকিৎসা, অনুদানসহ সাত দাবিতে তারা ওই আন্দোলন করেন। পরে চার উপদেষ্টা গিয়ে তাদের সবাইকে নিয়ে মন্ত্রণালয়ে সভা করে তাদের দাবিগুলো সমাধানের আশ্বাস দিলে তারা রাস্তা ছাড়েন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh