নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৪, ১১:৪৭ এএম
আপডেট: ০১ ডিসেম্বর ২০২৪, ১২:১৭ পিএম
বাংলাদেশের অর্থনীতি নিয়ে তৈরি শ্বেতপত্র আজ রবিবার (১ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা ড. ইউনূসের কাছে জমা দেবে এ সংক্রান্ত কমিটি। প্রধান উপদেষ্টার কার্যালয়ের একটি সূত্র জানিয়েছে, শ্বেতপত্র প্রণয়ন কমিটির চেয়ারম্যান অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য আজ দুপুর ১২টায় প্রতিবেদনটি জমা দেবেন।
আগামীকাল সোমবার (২ ডিসেম্বর) শ্বেতপত্রের বিস্তারিত গণমাধ্যমের সামনে উপস্থাপন করা হবে।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অনুমোদনক্রমে গত ২৯ আগস্ট শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠন করা হয়েছিল। কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য বাংলাদেশের এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের আহ্ববায়ক এবং সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) অনারারি ফেলো হিসেবে দায়িত্ব পালন করছেন।
বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা নিয়ে শ্বেতপত্রটি প্রস্তুত করা হয়েছে। পরবর্তীতে দেশের ১১ জন বিশিষ্ট বিশেষজ্ঞকে কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।
শ্বেতপত্রে মোট ছয়টি বিষয় তুলে ধরা হবে। এর মধ্যে সরকারের আর্থিক ব্যবস্থাপনা বিশেষভাবে উল্লেখযোগ্য। অন্যান্য বিষয়গুলো হলো-অভ্যন্তরীণ সম্পদ, সরকারি খরচ (সরকারি বিনিয়োগ, এডিপি, ভর্তুকি এবং ঋণ) এবং বাজেটের ঘাটতি নিরসন।
এছাড়াও মূল্যস্ফীতি ও খাদ্য ব্যবস্থাপনা, উৎপাদন, সরকারি ক্রয় এবং খাদ্য বিতরণ বিষয়গুলোকেও অন্তর্ভুক্ত করা হবে। বৈদেশিক ভারসাম্য নিয়ে আলোচনা হবে- যার মধ্যে রপ্তানি, আমদানি, প্রেরিত অর্থ, বৈদেশিক বিনিয়োগ (এফডিআই), বৈদেশিক মুদ্রার রিজার্ভ, বিদেশি ঋণ এবং ঋণের প্রভাবের মতো বিষয় রয়েছে।
একই সঙ্গে শ্বেতপত্রে দেশের সামষ্টিক অর্থনীতি এবং রাজস্ব ব্যবস্থাপনা, শিক্ষা, স্বাস্থ্য, শক্তি, ব্যাংকিং, কর আদায়, মানি লন্ডারিং, বড় প্রকল্প, দারিদ্র্য এবং বৈষম্য সম্পর্কিত বিষয়গুলোরও পর্যালোচনা করা হবে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh