নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৪, ০৪:১৯ পিএম
আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৪, ০৫:০৬ পিএম
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে জরুরি তলব করা হয়েছে।
আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকাল ৪টায় তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে হাজির থাকতে বলা হয়।
এর আগে, গতকাল সোমবার আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা চালায় দেশটির একদল উচ্ছৃঙ্খল জনতা। এ সময় তারা বাংলাদেশের জাতীয় পতাকায় আগুনও দেয় বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। ভারত–বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কে এমন ঘটনা আগে কখনও হয়নি।
এ ঘটনায় সোমবারই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে অভিযোগ করা হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট তৎপর ছিল না।
এদিকে হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে থাকা বাংলাদেশের হাই কমিশন, ডেপুটি হাই কমিশন ও সহকারী হাই কমিশনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে, আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় ত্রিপুরা সরকার আজ মঙ্গলবার তিন পুলিশ সদস্যকে বরখাস্ত এবং একজন সিনিয়র পুলিশ কর্মকর্তাকে বদলি করেছে। এছাড়া ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাতজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা জরুরি তলব সহকারী হাই কমিশন হিন্দু সংঘর্ষ সমিতি
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh