ড. ইউনূসের সঙ্গে বৈঠকে বসছেন ২৮ রাষ্ট্রদূত

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্যভুক্ত ২৭ দেশ ও ঢাকায় ই্ইউ মিশন প্রধানসহ ২৮ রাষ্ট্রদূত আগামী ৯ ডিসেম্বর প্রধান উপদেষ্টা ড. অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন।

আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ও মহাপরিচালক (পাবলিক ডিপ্লোম্যাসি উইং) মোহাম্মদ রফিকুল আলম সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রোহিঙ্গা সংকট, এলডিসি-পরবর্তী সময়ে জিএসপি প্লাস সুবিধা এবং বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব ও সহযোগিতা চুক্তি নিয়ে আলোচনার পাশাপাশি সহযোগিতার নতুন ক্ষেত্র অনুসন্ধান করা হবে।

এর আগে কখনোই ইউরোপীয় ইউনিয়নের ২৭ রাষ্ট্রদূত বাংলাদেশ সরকারের সঙ্গে একত্রে আলোচনায় বসেনি বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

ইউরোপের ২০ দেশের রাষ্ট্রদূত নয়াদিল্লিতে এবং ৭ রাষ্ট্রদূত ঢাকায় অবস্থান করছেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh