বাজারঘুরে যা বললেন সারজিস আলম

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম আজ পঞ্চগড়ের দেবীগঞ্জে বাজারঘুরে দেখেছেন। এ সময় তিনি বিভিন্ন পণ্যের দরদাম করেন। পরে সেখানকার অভিজ্ঞতা তুলে ধরে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে একটি স্ট্যাটাস দিয়েছেন।

আজ শুক্রবার (৬ ডিসেম্বর) তিনি লিখেছেন, আমার এসএসসি শেষ করার পূর্ব পর্যন্ত স্কুলে যতদিন ছিলাম ততদিন পুরো বাড়ির বাজার করার দায়িত্ব ছিল আমার। অনেক দিন পর মন খুলে পুরো বাজার ঘুরলাম। দামদর করলাম।

আলুর দাম বেশি উল্লেখ করে স্ট্যাটাসে সারজিস আলম আরও লিখেছেন, বাকি সব ঠিকঠাক মনে হয়েছে আপাতত। ডিম, মাছ, মুরগির দাম আগের চেয়ে কমেছে। শীতকালীন নতুন অনেক শাক-সবজি বাজারে এসেছে।

সবশেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম এই সমন্বয়ক লিখেছেন, গ্রামই আমার কমফোর্ট জোন, বুক ভরে নিশ্বাস নেওয়ার জায়গা।



সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh