নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ০৩:০৯ পিএম
আপডেট: ১০ ডিসেম্বর ২০২৪, ০৩:১৩ পিএম
নারায়ণগঞ্জের ফতুল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এক কলেজছাত্রকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় শেখ হাসিনাসহ ১১১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
গতকাল সোমবার (৯ ডিসেম্বর) তানভির বাদী হয়ে এ মামলা করেন। এদিন রাতে মামলার সত্যতা নিশ্চিত করেন ফতুল্লা মডেল থানার ওসি শরীফুল ইসলাম।
মামলার অন্য আসামিরা হলেন নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের সাবেক এমপি ব্যবসায়ী নেতা সেলিম ওসমান তার ছোট ভাই নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের সাবেক এমপি গডফাদার খ্যাত শামীম ওসমান তার ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরী ওসমান, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান চন্দন শীল, ফয়েজ আহমেদ লাভলু, আজমেরী ওসমানের সহযোগি রাতুল মটরসের ফারুক, সন্ত্রাসী শাহ নিজাম, জাকিরুল আলম হেলাল, শাহাদাত হোসেন সাজনু, তানভীর আহমেদ টিটু, এহসানুল হক নিপুসহ অনেকে।
মামলায় উল্লেখ করা হয়, গত ৪ আগস্ট দুপুরে সরকারি তোলারাম কলেজের মোড় ডাক বাংলোর সামনে শামীম ওসমান ও তার ভাই সেলিম ওসমান, ভাতিজা আজমেরী ওসমান ও ছেলে অয়ন ওসমান গংরা আগ্নেয়াস্ত্র দিয়ে হত্যার জন্য বাদীকে গুলি করেন।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : শেখ হাসিনা হত্যাচেষ্টা মামলা
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh