পার্বত্য চট্টগ্রামের জনগণের অধিকার সংরক্ষণ ও দেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য সংবিধান সংস্কার কমিশনের কাছে ১৭ দফা প্রস্তাব দিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।
আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) ইউপিডিএফ ঢাকা অঞ্চলের সংগঠক মাইকেল চাকমার নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ড. আলী রিয়াজের কাছে এই প্রস্তাবপত্র জমা দেন।
ইউপিডিএফের প্রতিনিধি দলের অন্য দুজন সদস্য হলেন গণতান্ত্রিক যুব ফোরামের সভাপতি জিকো ত্রিপুরা ও পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি অংকন চাকমা।
প্রস্তাবপত্রে ইউপিডিএফ বলে, ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীনতা লাভের পর দেশের নতুন সংবিধানে অতীতের ধারাবাহিকতা রক্ষা করে পার্বত্য চট্টগ্রামের জন্য বিশেষ শাসনতান্ত্রিক মর্যাদার দাবি জানানো হলে তা সম্পূর্ণ উপেক্ষা করা হয়। এর ফলশ্রুতিতে এই অঞ্চলের জনগণের অধিকার ও মর্যাদা ক্ষুণ্ন হয় এবং পরে রক্তক্ষয়ী সংঘাতের জন্ম হয়।
এই ঐতিহাসিক ভুলের পুনরাবৃত্তি ঘটবে না বলে আশা প্রকাশ করে ইউপিডিএফ বলে, আমরা আশা করি আপনার নেতৃত্বে যে সংবিধান সংস্কার বা পুনর্লিখন হবে, তাতে পার্বত্য চট্টগ্রাম তার বিশেষ শাসনতান্ত্রিক মর্যাদা ফিরে পাবে এবং এই অঞ্চলের জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh