রাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট মামলায় জড়িতদের ছাড় নয়: দুদক চেয়ারম্যান

রাষ্টের স্বার্থসংশ্লিষ্ট মামলার সঙ্গে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না জানিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, দ্রুতই এসব মামলার অনুসন্ধান ও তদন্ত করা হবে।

আজ বুধবার (১১ ডিসেম্বর) বিকেলে দায়িত্ব গ্রহণ করে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

দুদক চেয়ারম্যান বলেন, রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবে কমিশন। আশা করি, দুদকের কাজের গতি আগের থেকে বাড়বে।

তিনি বলেন, দুর্নীতি একেবারে নির্মূল করতে পারবো, সেই প্রতিশ্রুতি দেওয়া ঠিক হবে না। আমরা যেন সাধ্যমতো কাজ করতে পারি, সেটি দেখতে হবে। ন্যায়নিষ্ঠভাবে আমরা আইন মেনে কাজ করবো।

আবদুল মোমেন বলেন, প্রতিশ্রুতি নয়, কাজের মাধ্যমে নিজেদের দক্ষতা ও নিরপেক্ষতার প্রমাণ দেবে কমিশন। দুদক কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে অভিযোগ থাকলে সেগুলোও সঠিকভাবে তদন্ত করা হবে।

এ সময় আগামী ৭ দিনের মধ্যে নতুন কমিশনের স্থাবর, অস্থাবর আয়-ব্যয়ের হিসাব প্রকাশ করা হবে বলেও জানান তিনি।

এর আগে, বিকেল সাড়ে ৩টায় সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে আসেন নতুন নিয়োগ পাওয়া দুদক চেয়ারম্যান আবদুল মোমেন ও দুদক কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী। দায়িত্ব নিয়ে চেয়ারম্যান ও কমিশনার দুদকের কর্মকর্তার সঙ্গে প্রথম বৈঠক করেন।

উল্লেখ্য, দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর গত ২৯ অক্টোবর দুদক চেয়ারম্যান মঈনউদ্দীন আবদুল্লাহ এবং কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক ও কমিশনার (অনুসন্ধান) আছিয়া খাতুন পদত্যাগ করেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh