নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ০৭:০০ পিএম
আপডেট: ১২ ডিসেম্বর ২০২৪, ০৭:১০ পিএম
ফরিদপুরের সদরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আল মামুনকে স্বপদে বহাল রাখার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।
আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। এর আগে বুধবার রাতে বিএনপির দলীয় কার্যালয়ে সরকারি ওই কর্মকর্তাকে প্রত্যাহারের ঘোষণার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন ও সংবাদ সম্মেলনে বক্তারা দাবি করেন, ইউএনও আল মামুনের বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে তা সত্য নয়। তারা বলেন, সদরপুরে শহীদদের স্মরণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে এবং সভাশেষে ইউএনও এ ধরনের কোনও বক্তব্য দেননি বা কোনও সময়ই এমন কথা বলেননি। উদ্দেশ্যপ্রণোদিত হয়ে এই অভিযোগ তোলা হয়েছে।
ইউএনও আল মামুনকে প্রত্যাহারের নির্দেশ দেওয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, আমরা ইউএনও আল মামুনকে প্রত্যাহারের নির্দেশ দেওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেইসঙ্গে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও মৌখিক প্রত্যাহারের আদেশ ফিরিয়ে নেওয়াসহ সত্যতা যাচাই করে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি।
মানব-বন্ধনে বক্তব্য দেন সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদিউজ্জামান, বাংলাদেশ জামায়াতে ইসলামী সদরপুর শাখার আমির মো. দেলোয়ার হোসেন, যুবদলের প্রস্তাবিত আহ্বায়ক মো. বিল্লাল হোসেন, ছাত্রদল নেতা তুষার মাহমুদ, সদরপুর উপজেলা সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি রুমন মাতব্বর, সদরপুর উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি হাসিব সিয়াম প্রমুখ।
উল্লেখ্য, বুধবার ফরিদপুরে জনপ্রশাসন বিভাগের সংস্কার কমিটির চেয়ারম্যান ও এই মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সামনে বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলনের এক নেতা প্রশ্ন উত্তর পর্বে জুলাই-আগস্ট আন্দোলনে নিহতদের স্মরণ সভায় সদরপুর উপজেলা নির্বাহী অফিসার ‘আওয়ামী লীগ উইল বি কাম ব্যাক, টুডে অর টুমোরো’ (আওয়ামী লীগ ফিরে আসবে, আজ অথবা আগামীকাল) এমন মন্তব্য করেছেন বলে অভিযোগ তোলেন। এরপর ইউএনও আল মামুনকে মৌখিকভাবে (তাৎক্ষণিক) প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : ইউএনও স্বপদে বহাল মানববন্ধন বিএনপি ও জামায়াত জেলা প্রশাসক সংবাদ সম্মেলন উপজেলা নির্বাহী অফিসার
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh