Logo
×

Follow Us

বাংলাদেশ

‘ট্যাগের রাজনীতি থেকে বের হতে না পারলে গণঅভ্যুত্থান বৃথা’

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪, ২২:২০

‘ট্যাগের রাজনীতি থেকে বের হতে না পারলে গণঅভ্যুত্থান বৃথা’

আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। ছবি: সংগৃহীত

ট্যাগের রাজনীতি থেকে বের হতে না পারলে জুলাই গণঅভ্যুত্থান বৃথা হয়ে যাবে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

আজ শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীতে জুলাই গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপটে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আইন উপদেষ্টা বলেন, শেখ হাসিনার আমলে হয়রানি করার জন্য জেনে-বুঝে ট্যাগ দেওয়া হতো। সেই ট্যাগের রাজনীতি থেকে আমরা এখনও বের হতে পারিনি।

তিনি বলেন, ট্যাগ দিয়ে মানুষকে অপরাধী বানিয়ে আওয়ামী লীগ যে রাজনীতি করত, তা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। যদি তা না পারি তাহলে জুলাই গণ-অভ্যুত্থান বৃথা হয়ে যাবে।

আসিফ নজরুল বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শত শত মানুষের জীবনের বিনিময়ে সেই পরিস্থিতি থেকে আমরা মুক্তি পেয়েছি। এখন যদি বৈষম্য দূর করা না যায়, তাহলে গণঅভ্যুত্থানে নিহতদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে।

এ সময় সাহিত্য, গল্প, উপন্যাসের মধ্য দিয়ে অন্যায়ের প্রতিবাদ জারি রাখার তাগিদ দিয়ে আওয়ামী লীগের আমলের চেয়েও ভালো বাংলাদেশ গড়ার আহ্বান জানান তিনি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫