বিগত আওয়ামী লীগ সরকারের সঙ্গে যুক্ত কেউ মিছিল করলে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
তিনি বলেছেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকারের যারা বাইরে আছেন এবং নানাভাবে উস্কানি দেওয়ার চেষ্টা করছেন, বিভিন্ন জায়গায় ফান্ডিং করছেন এবং মিছিল করার চেষ্টা করছেন তাদের গ্রেপ্তার করা হবে।’
আজ রবিবার (১৫ ডিসেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলার কমিটির বৈঠক শেষে তিনি এসব কথা বলেন৷
আসিফ বলেন, ‘গ্রেপ্তার অভিযান জোরদার করার বিষয়ে আমরা গত কয়েকদিনে বেশকিছু তৎপরতা লক্ষ্য করেছি। গ্রেপ্তার অভিযান আরও কীভাবে জোরদার করা যায়, সে বিষয়ে আলোচনা হয়েছে। এর ফলাফল খুব দ্রুতই আপনারা দেখতে পাবেন।’
তিনি বলেন, ‘সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের পাশাপাশি সামনে যে কতগুলো অনুষ্ঠান আছে সেগুলো কীভাবে সুষ্ঠুভাবে করা যায়, সে বিষয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটিতে আলোচনা হয়েছে।’
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh