ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে সরকারের ৯ মেগা প্রকল্পে অনিয়ম দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার পরিবারের চার জনের বিরুদ্ধে ৮০ হাজার কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) কমিশনের বৈঠকে এ সিদ্ধান্ত নেয় সংস্থাটি।
বৈঠক সূত্রে জানা যায়, আশ্রায়ণ প্রকল্প, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, বেজা ও বেপজার বিভিন্ন প্রকল্পসহসহ ৯টি প্রকল্পে অন্তত ৮০ হাজার কোটি টাকারও বেশি অর্থ লুটপাট করা হয়েছে।
এসব অর্থ আত্মসাৎ ও দেশের বাইরে পাচারের অভিযোগ রয়েছে। অভিযোগ যাচাই-বাছাই শেষে কমিশনের বৈঠকে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়।
শেখ হাসিনা ছাড়া যাদের বিরুদ্ধে অনুসন্ধান হবে তারা হলেন- শেখ রেহানা, টিউলিপ সিদ্দিক ও সজীব ওয়াজেদ জয়।
দুদক বলছে, আপাতত এ চার জনের বিষয়ে অনুসন্ধান শুরু হবে। পরে সংশ্লিষ্ট এবং সহায়তাকারী আরও ব্যক্তিদের নাম আসতে পারে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : শেখ হাসিনা পরিবার দুর্নীতির অনুসন্ধান দুদক
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh