নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৪, ০৪:২৬ পিএম
আপডেট: ২০ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৪ পিএম
জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতার সবচেয়ে বড় প্যারামিটার হবে জুলাই গণ আন্দোলনে হত্যাকারীদের বিচার করতে না পারা।
আজ শুক্রবার (২০ ডিসেম্বর) খুলনা শিল্পকলা একাডেমিতে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে খুলনা বিভাগে আন্দোলনে নিহতদের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সারজিস আলম বলেন, জুলাই–আগস্টের গণআন্দোলনে নিজেদের নেতিবাচক ভূমিকায় ইমেজ সংকটে পড়েছে পুলিশ প্রশাসন। এর থেকে উত্তরণের জন্য সুনামের সঙ্গে কাজ করতে হবে।
তিনি বলেন, কাউকে বিনা কারণে গ্রেপ্তার করা যাবে না। সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে আন্দোলনে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেপ্তার করতে হবে দ্রুত।
সারজিস আলম আরও বলেন, জুলাই–আগস্ট অভ্যুত্থানে সংশ্লিষ্ট অনেককে বিতর্কিত করতে অনেক রাজনৈতিক দল বিভিন্ন চেষ্টা করছে। ওই সময় তাদের ভূমিকা কী ছিল?
অনুষ্ঠানে খুলনা বিভাগের নিহত ৭৪ জনের পরিবারের মধ্যে ৫৮ পরিবারের মাঝে পাঁচ লাখ টাকা করে অনুদান দেওয়া হয়। এ সময় খুলনা বিভাগীয় এবং জেলা প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তারা,জুলাই স্মৃতি ফাউন্ডেশনের নেতারা উপস্থিত ছিলেন।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh