নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৪, ১০:২৩ পিএম
আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৪, ১০:৪৪ পিএম
সচিবালয়ে অগ্নিকাণ্ডের কারণ ও উৎস খুঁজে বের করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ড. নাসিমুল গণির নেতৃত্বে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করেছে সরকার। এই কমিটিকে আগামী তিন দিনের মধ্যে প্রাথমিক প্রতিবেদন দিতে বলা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাতে মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে এ কমিটি করার তথ্য জানানো হয়।
আজ সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানও উচ্চ পর্যায়ের কমিটির কথা জানান।
তিনি বলেন, প্রধান উপদেষ্টার সভাপতিত্বে এদিন একটি জরুরি বৈঠকে উচ্চপর্যায়ের এই কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।
কমিটির সদস্য হিসেবে আছেন- গৃহায়ন ও গণপূর্ত সচিব মো. হামিদুর রহমান খান, পুলিশের আইজিপি বাহারুল আলম, বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. তানভীর মনজুর, সশস্ত্র বাহিনীর বিস্ফোরক বিশেষজ্ঞ হিসেবে রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রাসেল, বুয়েটের কেমিকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. ইয়াছির আরাফাত খান ও তড়িৎ ও ইলেক্ট্রনিক কৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ইয়াসির আরাফাত। কমিটির সদস্য সচিব ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের মহাপরিচালক মুহাম্মদ জাহেদ কামাল।
ব্রিফিংয়ে উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, এই কমিটি অগ্নিকাণ্ডের কারণ, উৎস এগুলো খুঁজে বের করে আগামী তিন দিনের মধ্যে একটি প্রাথমিক রিপোর্ট সরকারকে দেবে। প্রাথমিক প্রতিবেদনের বিষয়টি গণমাধ্যমকে বিস্তারিত জানানো না গেলেও পূর্ণাঙ্গ প্রতিবেদন গণমাধ্যমকে পুরোটাই জানানো হবে। যতদ্রুত সম্ভব এই প্রতিবেদন দেওয়া হবে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh