অপরাধীদের প্রতি নমনীয় হবে না পুলিশ: অতিরিক্ত পুলিশ কমিশনার

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মো.মাসুদ করিম বলেছেন, আপনারা অপরাধীদের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করুন, অপরাধীদের প্রতি কোন ক্রমেই নমনীয় হবে না পুলিশ। 

আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেলে গেন্ডারিয়ায় আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) বলেন, বৈষম্যহীন রাষ্ট্র গড়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রয়োজন রয়েছে। আপনাদের সহযোগিতায় পুলিশ আবারো নতুন করে ঘুরে দাঁড়িয়েছে। আপনারা যেভাবে পুলিশকে পেশাগত দায়িত্ব পালনে সাপোর্ট দিয়েছেন ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখবেন বলে প্রত্যাশা করি। পুলিশের কাছে জনগণের প্রত্যাশা অনেক। সেই প্রত্যাশা পূরণে পুলিশ ও জনগণ একে অপরের পারস্পরিক সহযোগিতা নিয়ে কাজ করবে।

তিনি আরো বলেন, মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান রয়েছে। আপনারা এসকল অপরাধীদের বিষয়ে তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করবেন। তাহলে তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারবো।

স্বাগত বক্তব্যে ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ছালেহ উদ্দিন বলেন, জনগণের সাথে আমাদের সম্পৃক্ততা আরো বাড়াতে হবে। আমরা আর কোন অস্ত্র দিয়ে পুলিশিং করবো না। সাধারণ মানুষের সাথে মিশে আমরা অপরাধ দমন করতে চাই। মাদকসহ অন্যান্য অপরাধ দমনে পুলিশ নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। আপনারা পুলিশকে সহযোগিতা করুন তাহলে আপনারা সত্যিকারের যে পুলিশি সেবা পেতে চান সেটা পাবেন। আমরা চাই জনগণের সাথে পুলিশের সম্পর্কটা অটুট থাকুক।

মতবিনিময় সভায় উপস্থিত ছাত্র-জনতা ও গেন্ডারিয়া এলাকার সম্মানিত নাগরিকবৃন্দ অতিরিক্ত পুলিশ কমিশনারের কাছে তাদের বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন।

ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ছালেহ উদ্দিন এর সভাপতিত্বে মতবিনিময় সভায় ওয়ারী বিভাগের বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী, ধর্মীয় প্রতিষ্ঠানের নেতারা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা এবং ছাত্র আন্দোলনের নেতারা উপস্থিত ছিলেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh