২০২৪ সালে বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় ৬,৩৫৯টি ঘটনা ঘটে, যার ফলে ৮,৫৪৩ জন নিহত ও ১২,৬০৮ জন আহত হয়েছেন।
আজ শনিবার (৪ জানুয়ারি) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি আয়োজিত '২০২৪ সালের সড়ক দুর্ঘটনার প্রতিবেদন প্রকাশ' শীর্ষক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী।
সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী জানান, গত দশ বছরে মোটরসাইকেলের সংখ্যা ১৫ লাখ থেকে ৬০ লাখে বৃদ্ধি পায় এবং নতুন ব্যাটারিচালিত রিকশার মতো ছোট যানবাহনও রাস্তা দখল করে, যা সড়ক দুর্ঘটনা ও প্রাণহানি বৃদ্ধির মূল কারণ।
এছাড়া, দুর্ঘটনার জন্য বেপরোয়া গতি, বিপজ্জনক ওভারটেকিং, ফিটনেসবিহীন যানবাহন, পথচারী ও চালকদের অসতর্কতা, এবং সড়ক নির্মাণ ত্রুটি উল্লেখ করা হয়।
যাত্রী কল্যাণ সমিতি সড়ক দুর্ঘটনা কমাতে কয়েকটি সুপারিশ করেছে, যার মধ্যে সড়ক নিরাপত্তা আইন প্রণয়ন, সড়ক নিরাপত্তা উইং চালু, এবং সড়ক পরিবহন সেক্টরে সুশাসন প্রতিষ্ঠা করা। আরও সুপারিশ করা হয়েছে সড়কে রোড সাইন, জেব্রা ক্রসিং, আলোকসজ্জা স্থাপন এবং আধুনিক বাস সার্ভিস চালু করার জন্য।
গণপরিবহন চালকদের প্রশিক্ষণ এবং দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ করার জন্য কার্যক্রম শুরু করারও পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রোবায়েত ফেরদৌস জানিয়েছেন, সরকার ও পরিবহন মালিক-শ্রমিকদের যৌথ উদ্যোগ ছাড়া সড়ক দুর্ঘটনা রোধ সম্ভব নয়।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : সড়ক দুর্ঘটনা ঢাকা রিপোর্টার্স ইউনিটি সাগর-রুনি মিলনায়তন যাত্রী কল্যাণ সমিতি ব্যাটারিচালিত রিকশা
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh