‘৪৩তম বিসিএসে বাদ পড়াদের অধিকাংশ হিন্দু নন’

৪৩তম বিসিএসের নতুন প্রজ্ঞাপনে বাদ পড়া প্রার্থীদের অধিকাংশই হিন্দু ধর্মাবলম্বী বলে ভারতীয় সংবাদ মাধ্যমে যে খবর প্রকাশ করা হয়েছে, তা সঠিক নয় বলে জানিয়েছে ফ্যাক্টচেক প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার।

প্রতিষ্ঠানটির প্রতিবেদনে বলা হয়েছে, ওই দাবি বিভ্রান্তিকর এবং অসত্য। ৪৩তম বিসিএসের প্রথম প্রজ্ঞাপন ১৫ অক্টোবর ২০২৪-এ ২০৬৪ জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়েছিল, তবে পরবর্তীকালে ৩০ ডিসেম্বর ২০২৪ তারিখে নতুন প্রজ্ঞাপন প্রকাশ করা হয়, যেখানে ১৮৯৬ জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হয় এবং ১৬৮ জন বাদ পড়েন।

ভারতীয় গণমাধ্যমে প্রচারিত খবর অনুযায়ী, ১৬৮ জন বাদ পড়া প্রার্থীর মধ্যে অধিকাংশই হিন্দু ধর্মাবলম্বী, যা সঠিক নয়। রিউমার স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায়, প্রথম প্রজ্ঞাপনে বাদ পড়া ২০৯ জনের মধ্যে অন্তত ১২০ জন (প্রায় ৫৭ শতাংশ) মুসলিম ছিলেন। এছাড়া, নতুন প্রজ্ঞাপনে ৪১ জন প্রার্থীকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যাদের মধ্যে পাঁচজন হিন্দু ধর্মাবলম্বী বা সংখ্যালঘু ছিলেন।

২০২৪ সালের ১৫ অক্টোবরের প্রজ্ঞাপনে নাম থাকা ২০৯ জন বাদ পড়েন, যাদের মধ্যে ১২০ জনই মুসলিম। 

রিউমার স্ক্যানার আরও জানায়, ৪৩তম বিসিএসের প্রার্থী যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া চলাকালীন ২২৭ জন প্রার্থীর বিরুদ্ধে বিরূপ প্রতিবেদন এসেছে, যার পরিপ্রেক্ষিতে তাদের বাদ দেওয়া হয়।

প্রজ্ঞাপন প্রকাশের পর থেকে বাদ পড়া প্রার্থীরা পুনর্বিবেচনার জন্য আবেদন করতে পারেন, এবং সেই আবেদন গ্রহণ করার সুযোগ উন্মুক্ত রাখা হয়েছে।

সুতরাং, ৪৩তম বিসিএসে নতুন প্রজ্ঞাপনে বাদ পড়া ১৬৮ জনের অধিকাংশই হিন্দু ধর্মাবলম্বী দাবি সম্পূর্ণ বিভ্রান্তিকর।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh