১৫ বছরে বিএসএফের হাতে ৫৮৮ বাংলাদেশি খুন: রিপোর্ট

গত ১৫ বছরে ভারত-বাংলাদেশ সীমান্তে ১৩৬১ জন বাংলাদেশি হতাহতের ঘটনা ঘটেছে। এ সময়ে প্রতিবেশী দেশের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ৫৮৮ জন বাংলাদেশিকে হত্যা ও ৭৭৩ জনকে আহত করেছে।  

আজ সোমবার ( ৬ জানুয়ারি) মানবাধিকার সংস্থা ‘অধিকার’ কর্তৃক প্রকাশিত তালিকায় এ তথ্য জানানো হয়।

তালিকার তথ্যে জানা যায়, বিএসএফ ২০০৯ সাল থেকে নিয়মিতভাবে সীমান্তে এসব হত্যাকাণ্ড চালিয়ে এসেছে। ওই বছর সীমান্তে ৯৮ জন বাংলাদেশিকে হত্যা করে বিএসএফ। তাদের হাতে আহত হন ৭৭ জন বাংলাদেশি। ২০১০ সালে ৭৪ জন নিহত ও ৭২ জন আহত হন। 

২০১১ সালে নিহতের সংখ্যা কিছুটা কমে আসে। সে বছর ৩১ জন বাংলাদেশিকে হত্যা করে বিএসএফ। এ সময় বিএসএফের হাতে আহত হন ৬২ জন।

২০১২ সালে ৩৮ জন নিহত ও ১০০ জন আহত হন বিএসএফের হাতে। ২০১৩ সালে নিহত ২৯ জন ও আহত ৭৯ জন। ২০১৪ সালে ৩৫ জন নিহত ও ৬৮ জন আহত হন। 

‘অধিকার’ কর্তৃক প্রকাশিত একটি তালিকায় আরও বলা হয়, বিএসএফ কর্তৃক ২০১৫ সালে ৪৪ জন বাংলাদেশি নিহত ও ৬০ জন আহত হন। এর পরের বছর অর্থ্যাৎ ২০১৬ সালে নিহত হন ২৯ জন, আহত হন ৩৬ জন। 

২০১৭ সালে প্রতিবেশি দেশের সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশের ২৫ জন নাগরিককে হত্যা করে, এসময় তাদের ছোড়া গুলিতে আহত হন ৩৯ জন। ২০১৮ সালে নিহতের সংখ্যা বেশ কমে আসে। ওই বছর ১১ জন বাংলাদেশি বিএসএফের হাতে নিহত হন। আহত হন ২৪ বাংলাদেশি।

২০১৯ সালে বিএসএফের হাতে নিহতের সংখ্যা ফের বাড়তে থাকে। ২০১৮ সালের থেকে প্রায় তিনগুণ বাংলাদেশিকে সীমান্তে হত্যা করে ভারতের সীমান্তরক্ষী বাহিনী। ওই বছর ৪১ জন নিহত হন ও আহত হন ৪০ জন। 

২০২০ সালে এ সংখ্যাটা আরও বেড়ে যায়। সে বছর বিএসএফের গুলিতে নিহত হন ৫১ জন বাংলাদেশি ও আহত হন ২৭ জন। ২০২১ সালে সীমান্তে ১৭ জন এদেশের নাগরিক নিহত ও ১২ জন আহত হন। ২০২২ সালে নিহতের সংখ্যা ১৮ ও আহতের সংখ্যা ২১, ২০২৩ সালে নিহতের সংখ্যা ২৮ ও আহতের সংখ্যা ২৮। 

২০২৪ সালে নভেম্বর পর্যন্ত ভারতের সীমান্তরক্ষী বাহিনীর হাতে নিহত হন ১৯ বাংলাদেশি ও আহত হন ২৮ জন। 

অধিকার’ কর্তৃক প্রকাশিত তালিকার তথ্য বিস্মিত করেছে বাংলাদেশের মানুষকে। যুদ্ধাবস্থা ছাড়া প্রতিবেশি দুই দেশের সীমান্তে নির্বিচারে এমন হত্যাকাণ্ড বছরের পর বছর ঘটতে পারে, বিশ্বের ইতিহাসে এটা বিরল। 

উল্লেখ্য, ভারত আমাদের বন্ধুপ্রতীম ও নিকটতম প্রতিবেশী দেশ। কিন্তু বন্ধুপ্রতীম এই দুই দেশের মাঝে ক্ষত হয়ে দেখা দিয়েছে সীমান্ত হত্যাকাণ্ড। নিয়মিত বিরতিতেই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে প্রাণ হারাচ্ছে বাংলাদেশের মানুষ। 

বিভিন্ন সময় দুই দেশের উচ্চপর্যায় থেকে সীমান্ত হত্যা বন্ধে নানা প্রতিশ্রুতি দেয়া হলেও তা কাজে আসছে না। 

সাধারণ মানুষের পাশাপাশি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বাংলাদেশের সীমান্তরক্ষীরাও। এ কারণে সীমান্তের মানুষ আতঙ্কে থাকেন। সীমান্ত ঘেঁষা এলাকায় নিয়মিত চাষাবাদ করতে পারেন না অনেকে। বিএসএফ মারধর করে, অনেক সময় ধরে নিয়ে যায়।

বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রায় ৪ হাজার ১৫৬ কিলোমিটার দৈর্ঘ্যের আন্তর্জাতিক স্থল সীমান্ত রয়েছে; যা বিশ্বে পঞ্চম বৃহত্তম। সীমান্ত হত্যাকাণ্ড শূন্যে নামাতে ২০২২ সালের সেপ্টেম্বরে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যৌথ বিবৃতি দিয়েছিলেন। এই যৌথ বিবৃতির পরও সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ হয়নি।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh