ওসি অন্যায় করলেই সঙ্গে সঙ্গে পরিবর্তন: অতিরিক্ত পুলিশ কমিশনার

থানার অফিসার ইনচার্জের (ওসি) অন্যায় কাজের কথা পুলিশ হেডকোয়ার্টার্স জানতে পারলে সঙ্গে সঙ্গে তিনি পরিবর্তন হয়ে যাবেন বলে জানিয়েছেন ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মাসুদ করিম।

আজ শনিবার (১১ জানুয়ারি) ডিএমপির তুরাগ থানা এলাকায় ছাত্র-জনতার সমন্বয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি।

অতিরিক্ত পুলিশ কমিশনার মাসুদ করিম বলেন, এখন কারও পোস্টিংয়ে কোনো টাকা-পয়সা লাগে না। থানার অফিসার ইনচার্জ (ওসি) যদি অন্যায় কাজ করেন, আর তা যদি পুলিশ হেডকোয়ার্টার্স জানতে পারে, সঙ্গে সঙ্গে তিনি পরিবর্তন হয়ে যাবেন। এখানে ডিসি, এডিসি, এসি রয়েছে।

সভায় উপস্থিত ছাত্র-জনতার উদ্দেশ্যে তিনি বলেন, একটা কথা মনে রাখবেন- ওসি আপনাকে সহায়তা না করলে তার উপরে এসি রয়েছে, আপনারা তার কাছে যাবেন। যদি সেখানেও ব্যর্থ হন, তার উপরে এডিসি রয়েছে, তার কাছে যাবেন।

থানায় সেবা নিতে কোনো ধরনের তদবির বা রেফারেন্সের প্রয়োজন নেই উল্লেখ করে তিনি বলেন, সমাজের সব স্তরের মানুষ কোনো ধরনের তদবির ছাড়া নির্ভয়ে থানায় গিয়ে যাতে কাঙ্ক্ষিত সেবা পেতে পারেন, সেটি নিশ্চিতে আমরা বদ্ধপরিকর। পুলিশ সাধারণ মানুষের সেবক হিসেবে কাজ করবে। মানুষের ধারণা পরিবর্তনের জন্য, পুলিশের ইমেজ পুনরায় ফিরিয়ে আনতে আমরা দিন-রাত কাজ করে যাচ্ছি।

অতিরিক্ত পুলিশ কমিশনার মাসুদ করিম বলেন, ৫ আগস্টের আগের পুলিশের কার্যক্রম আর বর্তমান পুলিশের কার্যক্রম অবশ্যই এক হবে না। থানায় কোনোপ্রকার তদবির, কোনোপ্রকার আর্থিক লেনদেন ছাড়াই কাঙ্ক্ষিত সর্বোচ্চ আইনি সেবা মিলবে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh