সাবেক আইজিপি আজিজুল হক মারা গেছেন

বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম. আজিজুল হক মারা গেছেন। 

আজ বুধবার (১৫ জানুয়ারি) ভোরে রাজধানীর উত্তরায় তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন তিনি। মরহুমের নামাজের জানাজা আজ বাদ যোহর রাজারবাগ পুলিশ লাইন্সে এসআই শিরু মিয়া মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

মৃত্যুকালে এম আজিজুল হকের বয়স ছিল ৮৫ বছর। তি‌নি স্ত্রী, তিন ছেলে, না‌তি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রে‌খে গে‌ছেন। এম আজিজুল হকের এক ছেলে হা‌সিব আজিজ চট্টগ্রাম মে‌ট্রোপ‌লিটন পু‌লি‌শের (সিএম‌পি) বর্তমান ক‌মিশনার হিসাবে দায়িত্বরত রয়েছেন।

১৯৪০ সালের ১৩ ডি‌সেম্বর শরীয়তপু‌রের ভেদরগঞ্জ উপজেলা সখিপুর থানার চরভাগা কাউল কান্দিতে এক সম্ভ্রান্ত মুস‌লিম প‌রিবা‌রে এম. আজিজুল হক জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯৬ সালে জুলাই থেকে ১৯৯৭ নভেম্বর মাস পর্যন্ত আইজিপি হিসাবে দায়িত্ব পালন করেন। এরপর ব্যারিস্টার মইনুল হোসেন ২০০৭ সালে গঠিত ফখরুদ্দীন আহমদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন। তিনি স্থানীয় সরকার, নৌ-পরিবহন ও বিমান মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।

তিনি বাংলা‌দেশ পু‌লি‌শের বি‌ভিন্ন গুরুত্বপূর্ণ প‌দসহ ইসলা‌মী ব‌্যাংকের ভাইস প্রেসি‌ডেন্ট, রূপালী ইন্সুরে‌ন্স লি‌মি‌টে‌ডের অর্থ উপ‌দেষ্টা ছিলেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh