নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ০৭:৩৬ পিএম
আপডেট: ১৮ জানুয়ারি ২০২৫, ০৭:৩৭ পিএম
সাংবিধানিক স্বীকৃতির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতা’।
শনিবার (১৮ জানুয়ারি) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আদিবাসী’ হিসেবে সাংবিধানিক স্বীকৃতির দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে হাইকোর্টের অ্যাডভোকেট নিকোলাস চাকমা বলেন, ‘আমরা আদিবাসী স্বীকৃতি চাচ্ছি বলে আমাদের বলা হচ্ছে বিচ্ছিন্নতাবাদী। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সামনে হামলার বিষয়ে আমরা মামলা করবো। আমরা অন্তর্বর্তী সরকারের কাছে প্রতিবাদী বিক্ষোভ মিছিলে হামলার বিষয়ে সুস্পষ্ট বক্তব্য চাই। সংবিধানে আদিবাসী হিসেবে আমাদের স্বীকৃতি দিতে হবে।’
সমাবেশে সংহতি জানিয়ে ইউল্যাবের শিক্ষক ও শিক্ষক নেটওয়ার্কের সদস্য অলিউর সান বলেন, ‘জাতিসংঘের আদিবাসী সনদে অধিকাংশ দেশ স্বাক্ষর করেছে। খুব নগণ্য সংখ্যক স্বাক্ষর করেনি। যারা বিরোধিতা করেছে, তারা সাদা চামড়ার লোক আর আদিবাসীদের ভূমি দখল করেছে। তাদের ভূমি দখল করে এ ধরনের আলাপ চলতে পারে না। আগে তাদের ভূমি ফিরিয়ে দেন। সেটি না করে কোনও নাম দিলেই সমস্যার সমাধান হবে না।’ হামলা নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করারও আহ্বান জানান তিনি।
বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের সভাপতি অলীক মৃ বলেন, ‘আমরা অধিকারের জন্য অনেক রক্ত দিয়েছি। তারা আমাদের ধ্বংস করতে চায়। আমরা বুলেটের মতো শক্তিশালী হবো। ১৫ জানুয়ারির হামলায় আমাদের ২১ জন ভাই-বোন আহত হয়েছেন। যার নেতৃত্বে আক্রমণ হয়েছে, সে এখনও বিভিন্ন মিডিয়ায় টকশো করে বেড়াচ্ছে। তার বিরুদ্ধে এখনও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। রাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, আমাদের সঙ্গে বসবে। আমাদের দাবি না মেনে নিলে আমরা বৃহত্তর আন্দোলনে যাবো।’
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh