জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর উচ্চবিদ্যালয় মাঠে নারী ফুটবল ম্যাচ আয়োজনের প্রস্তুতি চলাকালে, কিছু উগ্রপন্থী গোষ্ঠীর নেতৃত্বে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এই ঘটনায় জাতীয় নাগরিক কমিটি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
আজ বুধবার (২৯ জানুয়ারি) জাতীয় নাগরিক কমিটির এক বিবৃতিতে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।
বিবৃতিতে তারা উল্লেখ করে, জাতীয় নাগরিক কমিটি এ বর্বর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। নারীদের ফুটবল খেলার অধিকার এবং সাংস্কৃতিক চর্চাকে বাধাগ্রস্ত করার চেষ্টাকে আমরা বাংলাদেশের চেতনার পরিপন্থী ও অগ্রহণযোগ্য বলে মনে করি। আমরা দোষীদের দ্রুত চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে প্রশাসনকে আহ্বান জানাচ্ছি।
নারী ফুটবলাররা যখন আন্তর্জাতিক অঙ্গনে উত্তরোত্তর সাফল্য অর্জন করছে, সাম্প্রতিক সময়ে সাফ ফুটবলে চ্যাম্পিয়ন হয়ে দেশের জন্য গৌরব বয়ে এনেছে, এমন সময়ে এই হামলা নারীদের অগ্রযাত্রাকে বাধাগ্রস্তের প্রয়াস বলে আমরা মনে করি। এমন ঘটনা আন্তর্জাতিক অঙ্গনে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের ব্যাপারে নেতিবাচক প্রচারণার রসদ জোগাবে।
জাতীয় নাগরিক কমিটি এ ঘটনায় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও নাগরিকদের প্রতি এমন অপ-তৎপরতার বিরুদ্ধে সোচ্চার হওয়ার এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানায়।
নারীদের বিপুল অংশগ্রহণ ও নেতৃত্বে জুলাই বিপ্লবের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশে সমাজের সকল ক্ষেত্রে নারীদের অধিকার নিশ্চিতে জাতীয় নাগরিক কমিটি বদ্ধপরিকর বলেও বিবৃতিতে উল্লেখ করেন তারা।
উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর উচ্চবিদ্যালয় মাঠে নারী ফুটবল ম্যাচ আয়োজনের প্রস্তুতি চলাকালে, কিছু উগ্রপন্থী গোষ্ঠীর নেতৃত্বে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে খেলা পণ্ড হয়ে যায় এবং লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh