Logo
×

Follow Us

বাংলাদেশ

অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের জন্য সুসংবাদ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:২২

অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের জন্য সুসংবাদ

জনপ্রশাসন মন্ত্রণালয়। ছবি: সাম্প্রতিক দেশকাল

অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের জন্য গঠিত কমিটির প্রতিবেদনের আলোকে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পাঠানো সামারি রাষ্ট্রপতি থেকে অনুমোদিত হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান। 

আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) তিনি এ তথ্য জানান।

সিনিয়র সচিব জানান, বঞ্চিত অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের জন্য সুসংবাদ। অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের জন্য গঠিত কমিটির প্রতিবেদনের আলোকে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পাঠানো সামারি রাষ্ট্রপতি থেকে অনুমোদিত হয়েছে। 

তিনি আরও জানান, সচিব পদে ১১৯ জন, গ্রেড-১ ৪১জন, অতিরিক্ত সচিব ৫২৮ জন, যুগ্ম-সচিব ৭২ জন, উপ-সচিব ৪ জনের অনুমোদিত সামারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের হস্তগত হয়েছে। পদভিত্তিক আলাদা-আলাদা জিও জারি করে দ্রুত পদোন্নতির ব্যবস্থা করা হবে। বকেয়া টাকাসহ জিও জারি করা হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫