অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের জন্য সুসংবাদ

অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের জন্য গঠিত কমিটির প্রতিবেদনের আলোকে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পাঠানো সামারি রাষ্ট্রপতি থেকে অনুমোদিত হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান। 

আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) তিনি এ তথ্য জানান।

সিনিয়র সচিব জানান, বঞ্চিত অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের জন্য সুসংবাদ। অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের জন্য গঠিত কমিটির প্রতিবেদনের আলোকে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পাঠানো সামারি রাষ্ট্রপতি থেকে অনুমোদিত হয়েছে। 

তিনি আরও জানান, সচিব পদে ১১৯ জন, গ্রেড-১ ৪১জন, অতিরিক্ত সচিব ৫২৮ জন, যুগ্ম-সচিব ৭২ জন, উপ-সচিব ৪ জনের অনুমোদিত সামারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের হস্তগত হয়েছে। পদভিত্তিক আলাদা-আলাদা জিও জারি করে দ্রুত পদোন্নতির ব্যবস্থা করা হবে। বকেয়া টাকাসহ জিও জারি করা হবে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh