ধানমন্ডি ৩২ ছাড়াও সারা দেশে যেসব আ.লীগ নেতার বাড়িতে হামলা

সামাজিক যোগাযোগমাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিবৃতি ঘিরে সারা দেশে উত্তেজনা দেখা দিয়েছে। এর জেরে গতকাল বুধবার রাতে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর শুরু হয়। আজ বৃহস্পতিবার দিনব্যাপী দেশের বিভিন্ন স্থানেও আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িসহ দলীয় কার্যালয় ভাঙচুর করা হয়েছে।

ঢাকা বিভাগে যেসব স্থাপনায় হামলা

ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি এক্সক্যাভেটর ও ক্রেন দিয়ে ভেঙে ফেলার পাশাপাশি ধানমন্ডি ৫ নম্বরে শেখ হাসিনার বাসভবন সুধাসদন পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙচুরের সময়ে আগুন দেওয়া হয় সুধা সদনে। এর আগে ৫ অগাস্ট সুধাসদনে এক দফা হামলা হলে সেনাবাহিনীর সদস্যরা তালা মেরে চলে যান। গতকাল রাতে সেই তালা ভেঙে আগুন লাগানো হয়।

এদিকে, কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়কে পাবলিক টয়লেট হিসেবে ঘোষণা দিয়েছে জেলার বৈষম্যবিরোধী ছাত্র-জনতা। গতকাল রাত পৌনে ১১টার দিকে কিশোরগঞ্জ সদরের স্টেশন রোড এলাকায় দলটির পরিত্যক্ত ভবনের একটি ভাঙা দেয়ালে ‘পাবলিক টয়লেট’ লিখে দিয়েছেন তাঁরা। সেই সঙ্গে শেখ মুজিবের একটি ম্যুরাল ভেঙে ফেলা হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে কালো কালিতে ঢেকে দেওয়া শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ভাঙচুর করেছেন বিএনপিপন্থী আইনজীবীরা। আজ বেলা ১১টার দিকে একদল আইনজীবীর উপস্থিতিতে ভারী যন্ত্র দিয়ে শ্রমিকেরা প্রতিকৃতি ভাঙচুর করেন।

বরিশাল বিভাগে যাদের বাড়িতে হামলা

গতকাল রাত ২টার দিকে বরিশাল নগরের বগুড়া রোডে আমির হোসেন আমুর বাসভবন বুলডোজার দিয়ে ভাঙা শুরু করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মী ও শিক্ষার্থীরা। আজ সকাল পর্যন্ত তিনতলা বাড়ির একতলার নিচের অংশ ভেঙে ফেলা হয়। এ ছাড়া ওই রাতে বুলডোজার দিয়ে বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদিক আবদুল্লাহ বাড়ি ভাঙা শুরু হয়। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কালীবাড়ি রোডে সাদিক আবদুল্লাহর বাসভবনের সামনে গতকাল রাত ১টার দিকে ভিড় জমান। রাত দেড়টার দিকে বাসভবন ঘিরে ভাঙচুরের একপর্যায়ে বুলডোজার দিয়ে বাড়ির নিচতলার একাংশ ভেঙে ফেলা হয়। পরে তিনতলায় আগুন ধরিয়ে দেওয়া হয়। আজও বুলডোজার দিয়ে বাড়ি ভাঙার কাজ চলে। সাদিক আবদুল্লাহর বাবা সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই।

ভোলা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদের বাসভবনে ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল রাত ১২টার পর আগুন দেওয়া হয়। আজ সকাল পর্যন্ত বাসভবনে আগুন জ্বলে।

পিরোজপুরে সাবেক সংসদ সদস্য এ কে এম এ আউয়াল ও তাঁর ভাই সাবেক মেয়র হাবিবুর রহমানের বাড়িতে অগ্নিকাণ্ড ও ভাঙচুর করেছেন উত্তেজিত লোকজন। গতকাল রাত ১টার দিকে শহরের পাড়েরহাট সড়কে এই ঘটনা ঘটে। এর আগে, গত ৫ ও ৬ আগস্ট বাড়ি দুটিতে একাধিকবার আগুন ধরিয়ে দেওয়া হয়।

খুলনা বিভাগে ক্ষতিগ্রস্ত আওয়ামী লীগ নেতারা

খুলনা নগরের ময়লাপোতা এলাকার শেখ বাড়ির একটি অংশ এক্সকাভেটর দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। গতকাল রাত ৯টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা ঘোষণা দিয়ে ভাঙচুর চালান। রাতভর দুটি এক্সকাভেটরের মাধ্যমে বাড়ির প্রধান ফটক, দেয়ালসহ বেশির ভাগ অংশ ভেঙে ফেলা হয়েছে। বাড়িটি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা শেখ আবু নাসেরের। এটি বাড়িতে শেখ হাসিনার চাচাতো ভাই সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, বিসিবির সাবেক পরিচালক ও কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ সোহেল উদ্দিনসহ তাঁর পরিবারের সদস্যরা বসবাস করতেন। এর আগে গত ৪ আগস্ট বাড়িটিতে আগুন ধরিয়ে দেয় ছাত্র-জনতা। এ সময় বাড়ির বিভিন্ন আসবাবপত্র লুটপাট করা হয়।

এ দিকে কুষ্টিয়ায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফের বাড়িতে এক্সকাভেটর দিয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল রাত ১০টার দিকে শহরের পিটিআই সড়কে তিনতলা বাড়িতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ব্যানারে ভাঙা শুরু হয়। এর আগে গত ৪ আগস্ট ও ৫ আগস্ট এই বাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটে।

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের তিনটি হল থেকে শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের নাম মুছে দিয়েছেন উত্তেজিত শিক্ষার্থীরা। এর আগে রাত ৯টার দিকে ক্যাম্পাসে শেখ মুজিবুর রহমানের ভাঙা ম্যুরালে ক্ষমতাচ্যুত সরকারপ্রধান শেখ হাসিনার পোস্টার ঝুলিয়ে প্রায় ৩০ মিনিট ধরে জুতা নিক্ষেপ করার ঘটনা ঘটে।

চুয়াডাঙ্গায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘বুলডোজার মিছিলের’ কর্মসূচির অংশ হিসেবে গতকাল রাতে জেলা শহরে শেখ মুজিবুর রহমান ও বেগম ফজিলাতুন্নেসা মুজিবের চারটি ম্যুরাল ভাঙচুর করা হয়েছে। এ ছাড়া জেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটেছে। 

যশোরে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার সাতটি ভাস্কর্য, ম্যুরাল ও নামফলক ভাঙচুর করা হয়েছে। গতকাল রাত সাড়ে ১১টা থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত বিক্ষুব্ধ ছাত্র-জনতা হাতুড়ি দিয়ে এসব স্থাপনা ভাঙচুর করে। এসব স্থাপনা গত বছর ৫ আগস্টের পর কমবেশি ভাঙচুর করা হয়েছিল।

রংপুর বিভাগে হামলার শিকার যেসব স্থাপনা

গতকাল রাতে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও কারমাইকেল কলেজে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভেঙে দেওয়া হয়েছে। এই দুই শিক্ষাপ্রতিষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা ভাঙচুর চালান। গতকাল রাত ১২টার দিকে রংপুর সিটি করপোরেশনের এক্সকাভেটর এনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থাকা শেখ মুজিবুর রহমানের ম্যুরালটি গুঁড়িয়ে দেওয়া হয়। এর আগে রাত সাড়ে নয়টার দিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নামফলক ভেঙে ফেলা হয়।

রাজশাহী বিভাগে ক্ষতিগ্রস্ত সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাড়ি

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহীর বাঘা উপজেলার চকসিংগা এলাকায় সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। এ ছাড়া উপজেলার মণিগ্রাম ইউনিয়নের সাফারি গ্রামে শাহরিয়ার আলমের ট্রেনিং সেন্টারে আগুন ধরিয়ে দেওয়া হয়।

এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের নামে থাকা সব নামফলক, গ্রাফিতি ও দেওয়াললিখন মুছে দিতে বিক্ষোভ করছেন একদল শিক্ষার্থী। গতকাল রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা চত্বর থেকে শিক্ষার্থীরা জড়ো হয়ে বিক্ষোভ মিছিল বের করেন। পরে মিছিল নিয়ে কয়েকটি আবাসিক হলের নামফলক ভেঙে নতুন নামকরণ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

স্বাধীনতা চিকিৎসা পরিষদের (স্বাচিপ) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. নওশাদ আলীর বাড়িতে ভাঙচুর করা হয়েছে। গতকাল রাত ১২টার দিকে রাজশাহীর পুঠিয়া উপজেলার ভাড়রা গ্রামে তাঁর বাড়িতে  মুখোশ পরা ৪০-৫০ জনের একটি দল বাড়িতে ঢুকে পুরো আসবাব তছনছ করে।

নাটোর শহরে সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলামের (শিমুল) জান্নাতি প্যালেসে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। গতকাল রাত সাড়ে ১২টার দিকে শহরের কান্দিভিটুয়া এলাকায় এ ঘটনা ঘটে। গত ৫ আগস্ট ওই বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

পাবনার ঈশ্বরদীতে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় এক্সকাভেটর দিয়ে গুঁড়িয়ে দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র–জনতা।পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনা আবাসিক হলের নামফলক এবং সরকারি এডওয়ার্ড কলেজের শেখ রাসেল আবাসিক হলের নামফলক ভেঙে দেওয়ার ঘটনা ঘটেছে।

সিলেট বিভাগে ক্ষতিগ্রস্ত যেসব স্থাপনা

সিলেটে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থিত শেখ মুজিবুর রহমানের ম্যুরাল গতকাল রাতে এক্সকাভেটর দিয়ে গুঁড়িয়ে দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা। 

এ ছাড়া, সুনামগঞ্জ পৌর শহরের পাঁচ প্রতিষ্ঠানে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল গতকাল রাতে ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা। 

ময়মনসিংহ বিভাগে ক্ষতিগ্রস্ত যেসব স্থাপনা

ময়মনসিংহ নগরের সার্কিট হাউস মাঠসংলগ্ন এলাকায় অবস্থিত শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা। গতকাল রাতে হাতুড়ি-শাবল নিয়ে ম্যুরাল ভাঙচুর করা হয়। 

এ ছাড়া ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ভেঙে ফেলা হয়েছে বঙ্গবন্ধু হলের 'মুজিব ম্যুরাল'।

চট্টগ্রাম বিভাগে যেসব স্থাপনায় ভাঙচুর

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা গতকাল চট্টগ্রাম মেডিকেল কলেজ ও নগরের জামালখান এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর করেছেন। 

কুমিল্লায় সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের বাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে। গতকাল রাত ১টার দিকে এই ঘটনা ঘটে। পরে উত্তেজিত লোকজন পেট্রল ঢেলে বাড়িতে আগুন ধরিয়ে দেন। এর আগে রাত সাড়ে ১২টার দিকে নগরের রামঘাট এলাকায় অবস্থিত কুমিল্লা মহানগর ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুরের চেষ্টা চালানো হয়। বিক্ষুব্ধরা দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয়ের প্রধান ফটকের সামনে থাকা ইটের গাঁথুনি ভেঙে ফেলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নোয়াখালীর কোম্পানীগঞ্জে উপজেলায় গ্রামের বাড়িতে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। আজ বেলা ১টার দিকে এই ঘটনা ঘটে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh