সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও বিচারপতি মো. আব্দুর রউফ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ রবিবার (০৯ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে রাজধানীর মগবাজারের ইনসাফ বারাকা কিডনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর।
পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী গ্রামের বাড়ি ময়মনসিংহে আব্দুর রউফকে দাফন করা হবে বলে গণমাধ্যমকে জানান তার একান্ত সহকারী মো. তাওহিদ।
১৯৯০ সালের ২৫ ডিসেম্বর থেকে ১৯৯৫ সালের ১৮ এপ্রিল পর্যন্ত বাংলাদেশের পঞ্চম প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
এ ছাড়া তিনি বর্তমানে দুর্নীতিবিরোধী জাতীয় সমন্বয়ক কমিটির চেয়ারম্যান এবং জাতীয় শিশু সংগঠন ফুলকুড়ির সভাপতি ছিলেন।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি রউফ ইন্তেকাল
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh