জুলাই অভ্যুত্থান নিয়ে জাতিসংঘের প্রতিবেদন আজ

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় মানবাধিকার লঙ্ঘন ও নিপীড়নের ঘটনায় জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং মিশনের প্রতিবেদন আসছে আজ বুধবার। জেনেভায় এক সংবাদ সম্মেলনে সংস্থাটির মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক তা উপস্থাপন করবেন।

বাংলাদেশ সময় বেলা আড়াইটায় জাতিসংঘের ওয়েব টিভিতে এটি সরাসরি সম্প্রচার করা হবে। পয়লা জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের তদন্ত করেছে ফ্যাক্ট-ফাইন্ডিং মিশন। 

অন্তর্বর্তী সরকারের আমন্ত্রণে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল ১৬ সেপ্টেম্বর স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত শুরু করে। তারা দেশের নানা এলাকায় গিয়ে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে সরাসরি তথ্য নিয়েছে। কথা বলেছে নানা শ্রেণি-পেশার মানুষ, গোষ্ঠী ও সংস্থার সঙ্গে। 

প্রাথমিক অনুসন্ধানে, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে অন্তত ৬৫০ জনের মৃত্যুর কথা জানায় এই মিশন। এর মধ্যে ১৬ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত প্রায় ৪০০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আর ৫ থেকে ৬ আগস্টের মধ্যে প্রাণ দেন প্রায় ২৫০ জন।

প্রতিবেদনে গত বছরের ১ জুলাই থেকে ১৫ আগস্টের মধ্যকার সময়ে মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো প্রকাশ পাবে। 

প্রতিবেদনটি আগামীকাল বৃহস্পতিবার প্রকাশ করার কথা ছিল। তবে মঙ্গলবার জেনেভা থেকে এক বার্তায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় জানায়, প্রতিবেদন প্রকাশের সময়-সূচিতে পরিবর্তন আনা হয়েছে। 

আরও জানানো হয়, আজ বুধবার জেনেভার প্যালেস ডেস নেশনসের স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় ঢাকা সময় বিকেল আড়াইটায় একটি সংবাদ সম্মেলন আয়োজন করতে যাচ্ছে। এতে সংস্থাটির মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয়ের ফ্যাক্ট-ফাইন্ডিং প্রতিবেদন: বাংলাদেশে ২০২৪ সালের জুলাই ও আগস্টের বিক্ষোভের প্রেক্ষাপটে সংগঠিত মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতন প্রকাশ করা হবে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh