কুয়েট শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলায় জাতীয় নাগরিক কমিটির নিন্দা

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে ছাত্রদল ও স্থানীয় বহিরাগত বিএনপি নেতাকর্মীদের নৃশংস হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে জাতীয় নাগরিক কমিটি। সেই সঙ্গে ঘটনায় জড়িত হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান। 

গতকাল মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাতে জাতীয় নাগরিক কমিটির সহ-মুখপাত্র মুশফিক উস সালেহীনের স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছি, মঙ্গলবার সকাল থেকে কুয়েট ক্যাম্পাসে আধিপত্যবাদী ছাত্র অপরাজনীতি ফিরিয়ে আনা, শিক্ষার্থীদের মারধর এবং মাইক কেড়ে নেওয়ার অভিযোগে সাধারণ শিক্ষার্থীরা ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে প্রজ্ঞাপন জারির জন্য আন্দোলন শুরু করে। কিন্তু দুপুর তিনটার দিকে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলন প্রতিহত করতে তাদের ‘শিবির’ আখ্যা দিয়ে অতর্কিত হামলা চালায় কুয়েট ছাত্রদল ও বহিরাগত বিএনপির নেতাকর্মীরা। এ হামলার খবর বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে আসে।এ হামলায় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসিসহ অন্তত ৩০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। এই হামলায় অর্ধশত শিক্ষক-শিক্ষার্থী আহত হওয়ায় জাতীয় নাগরিক কমিটি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

আরও বলা হয়, চব্বিশের গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে যখন সবার লক্ষ্য ঐক্যবদ্ধভাবে বৈষম্যহীন ও মুক্তিযুদ্ধের চেতনায় সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণ করা, শিক্ষার্থীদের নেতৃত্বে যখন সারা দেশে সংস্কার ও নতুনভাবে দেশ গঠনের কাজ চলছে, তখন কতিপয় ব্যক্তি ও গোষ্ঠী নিজেদের স্বার্থ রক্ষায় সাধারণ শিক্ষার্থীদের প্রতিপক্ষ বানিয়ে বিভক্তিকরণের আত্মঘাতী খেলায় মেতেছে। স্বাধীন মতপ্রকাশ ও নিরাপদ ক্যাম্পাস গঠনের অধিকার কেড়ে নিয়ে ক্যাম্পাসে সন্ত্রাসী কার্যকলাপ ও দুর্বৃত্ত লালনের পথ বেছে নিয়েছে তারা।

জাতীয় নাগরিক কমিটি মনে করে, ক্যাম্পাসে ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না, তা নির্ধারণের সম্পূর্ণ অধিকার শিক্ষার্থীদের। লেজুড়বৃত্তি ছাত্র সংগঠনগুলোর অতীত কর্মকাণ্ড স্বাভাবিকভাবেই শিক্ষাপ্রতিষ্ঠানে সাধারণ শিক্ষার পরিবেশ বিনষ্ট করে ভীতি সৃষ্টি করেছিল। নতুন করে সেই শূন্যস্থান যেন কেউ পূরণ করতে না পারে, সে ব্যাপারে শিক্ষার্থীরা সোচ্চার রয়েছে। কিন্তু আন্দোলনকারীদের ওপর ছাত্রদল ও বিএনপি নেতাকর্মীদের হামলা পরিস্থিতিকে অগ্নিগর্ভ করে তুলেছে। ফ্যাসিবাদী শক্তি উৎখাতে যারা আন্দোলন-সংগ্রামে অংশ নিয়েছে, তাদের ওপর এই হামলা স্পষ্টতই ছাত্র-নাগরিকদের স্বাধীনতার ওপর আঘাত এবং সন্ত্রাসী কার্যকলাপের অংশ।

আমরা স্পষ্টভাবে বলছি, শিক্ষার্থীদের ওপর নির্মম আক্রমণ চালানো এবং বহিরাগতদের লেলিয়ে দিয়ে সাধারণ শিক্ষার্থীদের আহত করা ব্যক্তিদের অবশ্যই শাস্তি পেতে হবে। জাতীয় নাগরিক কমিটি সাধারণ শিক্ষার্থীদের যেকোনো ন্যায্য আন্দোলন সমর্থন করবে এবং সবাইকে পাশে থাকার আহ্বান জানায়।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh