নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১৫ পিএম
আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১৭ পিএম
বৈষম্য বিরোধী আন্দোলন ও শেখ হাসিনার সরকারের পতনের পেছনে মাস্টারমাইন্ড কে- তা নিয়ে সরগরম দেশের রাজনীতি। রাজনৈতিক দলগুলোর নেতাদের পাশাপাশি বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে নতুন নতুন আলোচনার জন্ম দিচ্ছেন আন্দোলনের সম্মুখসারির ছাত্র সমন্বয়করাও। এবার বোমা ফাটালেন জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।
আজ শনিবার সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়েছেন তিনি।
পোস্টে হান্নান মাসউস বলেন, ‘এই গেইম কোত্থেকে চলতেছে আমরা ঠিকই বুঝি। দোসরা আগস্ট যেখান থেকে গেইম খেলতে গিয়ে ডাউব্বা মারছেন, সেখান থেকেই নতুন গেইমের উত্থান!!! লাভ নাই...।’
তার সেই পোস্টে তিন ঘণ্টায় প্রায় সাড়ে ছয় হাজারের বেশি মানুষ প্রতিক্রিয়া জানিয়েছেন। মন্তব্য করেছেন প্রায় ১ হাজার ২০০ জন।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh