ছাগল কাণ্ডে আলোচিত সাদিক অ্যাগ্রোর মালিক ইমরান হোসেনকে অর্থ পাচার মামলায় গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ- সিআইডি।
সোমবার রাজধানী থেকে ইমরানকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান।
এই পুলিশ কর্মকর্তা বলেন, “১৩৩ কোটি টাকা মানি লন্ডারিংয়ের অভিযোগে করা মামলায় সাদিক অ্যাগ্রোর মালিক ইমরান হোসেনকে গ্রেপ্তার করেছে সিআইডি।”
সিআইডি সদর দপ্তরে মঙ্গলবার বিকালে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
কোটি টাকা দামের ‘গরু’ ও ছাগলের দাম ১৫ লাখ টাকা চাওয়ার ঘটনায় সাদিকের নামে সমালোচনা শুরু হয় গত বছর কোরবানির ঈদের সময়।
ছাগল কেনার ঘটনায় এনবিআর সদস্য মতিউর রহমান ও তার পরিবারের অর্থ সম্পদের তথ্য সংবাদ মাধ্যমে আসে। ছাগলটি ১২ লাখ টাকায় কেনার চুক্তি করেছিল মতিউর রহমানের ছেলে মুশফিকুর রহমান ইফাত।
সাদিক অ্যাগ্রো প্রতারণার মাধ্যমে দেশীয় গরু/ছাগলকে বিদেশি ও ‘বংশীয়’ গরু/ছাগল বলে প্রচার করে উচ্চমূল্যে তা বিক্রয় করার অনিয়মের বিষয়েও সংবাদ প্রকাশ হয়।
এই ইমরান ‘ছাগল কাণ্ডের’ পরে ব্যাপক সমালোচনার মুখে পড়েন।
১৩৩ কোটি টাকা অর্থ পাচারের অভিযোগে সাদিক অ্যাগ্রোর মালিক ইমরান হোসেন, তৌহিদুল আলম জেনিথ ও অভিযুক্ত প্রতিষ্ঠান সাদিক অ্যাগ্রোর বিরুদ্ধে মামলা করেছিল সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : সাদিক অ্যাগ্রো অর্থ পাচার মামলা
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh