পল্লবী থানায় ঢুকে পুলিশের ওপর হামলা, আটক ৪

রাজধানীর পল্লবী থানায় ঢুকে ওসিসহ তিন পুলিশ সদস্যের ওপর হামলা হয়েছে, এ ঘটনায় চার যুবককে আটক করেছে পুলিশ। সোমবার রাত পৌনে ২টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- ওসি নজরুল ইসলাম, এসআই শরিফুল ইসলাম ও এএসআই মো. নাসির। তারা কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

ওসি বলেন, আব্দুর রাজ্জাক ফাহিম নামে এক যুবক থানায় এসে দাবি করেন, এলাকায় একটি খুন হয়েছে।

“আমি বললাম, ‘এরকম ঘটনা আমার জানা নেই’। এতে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। তিনি বলেন, ‘আপনি এটা নিয়ে লুকোচুরি করছেন কেন? আপনার ডিউটি অফিসার জানে।’ তখন ওই যুবককে নিয়ে ডিউটি অফিসারের কাছে গেলে অন্যরাও বলেন, ‘এ রকম ঘটনা তাদের জানা নেই’।”

তিনি বলেন, “একপর্যায়ে আমি তার হাত ধরে নিয়ে যেতে চাইলে তিনি হঠাৎ আমাকে কিল-ঘুষি মারতে শুরু করেন। তখন এএসআই নাসির ঠেকাতে এলে ওই যুবক মেরে তার একটি আঙুল ভেঙে দেন। এ ছাড়া এসআই শরিফুলের কপালে ঘুষি মারেন। পরে আমরা তাকে আটক করি।”

ওসি নজরুল বলেন, “আটকের পর ওই যুবককে জিজ্ঞাসাবাদে জানা যায়, বাইরে একটি গাড়িতে আরও তিনজন রয়েছেন। পরে তাদেরকেও আটক করা হয়। তাদের বাড়ি গাজীপুর। তারা কেন এমন কাণ্ড করেছেন তা জানার চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।”

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh