জরুরি অবস্থা জারির কথা ‘গসিপ’: স্বরাষ্ট্র সচিব
 
													নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ২০:৫৩
 
					ছবি- সংগৃহীত
দেশে যে কোনো সময় জরুরি অবস্থা জারি হতে পারে বলে রবিবার রাতে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যকে ‘গসিপ’ বলে উড়িয়ে দিলেন স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি।
সোমবার সমুদ্র পথে অবৈধভাবে অস্ট্রেলিয়া যাওয়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে এসওপি সই শেষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
রবিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে যে দেশে জরুরি অবস্থা জারি হচ্ছে। আওয়ামী লীগ সমর্থক অনেকেই ফেসবুকে এ বিষয়ে লেখেন।
এ বিষয়ে স্বরাষ্ট্রসচিবের কাছে জানতে চাইলে তিনি বলেন, “এ সম্পর্কে আমার কোনো কমেন্ট নাই। এসব গসিপ, আলাপ–আলোচনা হচ্ছে দুই-এক জন বলছে। এ সম্পর্কে আমার কোনো কমেন্ট নাই। আমাদের যে কাজ আছে আমরা তা জারি রাখব এবং সেভাবে চলতে থাকব।”
দেশের সকল পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে কি না জানতে চাইলে তিনি বলেন, “হ্যাঁ, সব ঠিক আছে। আমরা সতর্ক আছি, পুলিশ সতর্ক আছে, সবাই চেষ্টা করছি যে স্থিতিশীলতা আছে, সেটা যেন রক্ষা করতে পারি।”
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে প্রতি রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুজন কর্মকর্তা টহল দিচ্ছেন বলেও জানান স্বরাষ্ট্র সচিব।
৯ দিনের ছুটিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কী উদ্যোগ নেওয়া হয়েছে জানতে চাইলে স্বরাষ্ট্র সচিব বলেন, “আমরা অ্যালার্ট রয়েছি। বরাবর যে নিপারত্তা ব্যবস্থা নেওয়া হয় এর সবগুলোই নেওয়া হবে ইনশাল্লাহ। আমরা সতর্ক থাকব।”
কোনো রিস্ক আছে কি না জানতে চাইলে তিনি বলেন, “নরমাল যে রকম রিস্কে থাকে এরকমই আছে।”

